পাতা:যাত্রিকের গতি.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যাত্রিকদের প্রষ্টি দৌরাত্ম্য । > ○ > নামে স্বদেশে যাইতেছি ; এই নগরস্থ লোকেরা ও বণিকেরা অামাদিগকে যখন জিজ্ঞাসিল, তোমরা কি ক্রয় করিব ? তখন আমরা কহিলাম, সত্যতা ক্রয় করিব, এই কথা ব্যতিরেকে তাহাদের অতুষ্টিকর কিছুই করি নাই ; তাহারা অকারণে আমাদিগকে গালি ও যাত্রার বাধা দিতেছে। এরূপ সত্য কথা কহিলেও ঐ বিচারকৰ্ত্তারা তাহাদিগকে হাবল ও ক্ষেপ ও মেলাভঞ্চক বলিয়া দোষী করিল। এবং প্রহার পূর্বক সৰ্ব্বাঙ্গে পঙ্ক মৰ্দ্দন করিয়া মেলাস্থ তাবৎ লোকদিগকে কৌতুক দেখাইবার জন্যে তাহাদিগকে একটি পিঞ্জরে করিয়া বদ্ধ রাখিল । এরূপ বিপদগ্রস্ত হইয়া ঐ দুই জন যাত্রী হটস্থ লোকদের তিরস্কার ও বিদ্রুপ ও হিংসার অাস্পদ হইল, বিশেষতঃ মেলার অধ্যক্ষ তাহাদের দুৰ্দ্দশাতে পরিহাস করিল। কিন্তু ঐ দুই ব্যক্তি ধৈৰ্য্যাবলম্বন করিয়া নিন্দকদের প্রতি নিন্দ না করিয়া বরং আশীৰ্ব্বাদ করিতেছে, এবং দুৰ্ব্বাক্যের পরিবর্তে মিষ্টবাক্য কহিতৃেছে, এবং হিংসার পরিবর্তে প্রীতি দেখাইতেছে, ইহা দেখিয়া হটস্থ লোকদের মধ্যে যাহার। কিঞ্চিৎ সুবুদ্ধি ও দ্বেষরহিত ছিল, তাহার ঐ কুব্যবহারি লোকদিগকে ধমকাইতে লাগিল। তাহাতে দুৰ্বত্তের ক্ষান্ত না হইয়া তাহাদিগকেও তিরস্কার করিয়া কহিল, ঐ বেটাদের ন্যায় তোরাও দুষ্ট, বোধ হয় তোরা উহাদের সঙ্গী, অতএব উহাদের শাস্তির ভাগী হইবি । তাহাতে তাহারা উত্তর করিল, আমরা প্রত্যক্ষ দেখিতেছি, ঐ যাত্রিরা অতি নিৰ্ব্বিরোধী এবং শিষ্ট শাস্ত, কাহারও অনিষ্ট করিতে চাহে না ; অতএব উহাদের অপেক্ষা বরং এই ছটস্থ ব্যবসায়ি লোকদের মধ্যে অনেকে ঐ পিঞ্জরে বদ্ধ হইবার যোগ্যপাত্র। এই রূপে বাদানুবাদ হইলে ঐ দুই দলের লোকের মারামারি করিয়া পরস্পর হিংস