পাতা:যাত্রিকের গতি.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিচারসভাতে যাত্রিকদের উপনীত হওন। ১৩৩ তাহারা উভয়ে মনে ২ ভাবিতে লাগিল, অগ্রে আমার মৃত্যু হইলে ভাল হয়। এরূপ ভাবিয়া অতি সহিষ্ণুতা পুৰ্ব্বক পরমজ্ঞানি সৰ্ব্বাধিপতির হস্তে আপনাদিগের প্রাণ সমপর্ণ করিল। - অম্প দিনের পর বিচারের নিরূপিত সময় উপস্থিত হইলে নগরাধ্যক্ষ লোকেরা বিচার ও দণ্ডাজ্ঞা করণার্থে তাহাদিগকে পিঙ্করহইতে বাহির করিয়া শত্ৰুগণের সাক্ষাতে দাড় করাইল । তখন * ভদ্রদ্বেষী নামে বিচারকর্ড বিচারাসনে উপবিষ্ট ছিলেন। তাছাদের উভয়ের নামে ষে অভিযোগ পত্র ছিল, সে প্রায় একই রূপ, কিঞ্চিম্মাত্র বিশেষ ছিল। সেই অভিযোগ পত্রে এই লেখা ছিল, উহারা নগরস্থ বণিকদের শত্রু এবং তাহাদের বাণিজ্যের বাধাজনক, বিশেষতঃ নগরের মধ্যে কলহ ও দলভেদ করিয়া নগরাধ্যক্ষের আজ্ঞার বিপক্ষে আপনাদিগের কুমস্ত্রণাদ্বারা একটা কুচক্রি দল সংগ্ৰহ করিল। তখন “ বিশ্বাসী এই রূপ উত্তর দিতে লাগিল, যে জন সৰ্ব্বোপরিস্থের বিপক্ষত করে, অামি কেবল তাহার বিপক্ষতা করিয়াছি। এবং তোমরা কহিতেছ, আমি কলহ করিয়াছি; তাহা করি নাই, যেহেতুক আমি নিৰ্ব্বিরোধী। আর যে দল আমাদের সপক্ষ হইয়াছে, তাহার কুমন্ত্রণাদ্বারা হইয়াছে এমন নয়, কিন্তু আমাদের সত্যতা ও নিৰ্দ্দোষত দেখিয়া সৌজন্যদ্বারা জামাদের পক্ষ হইয়া কুপথহইতে সৎপথে আসিয়াছে। আর তোমরা যে * বালসিবু রাজার কথা কহিতেছ, সে আমাদের কর্তার শজু, অতএব তাহাকে কি তাহার দূতদিগকে আমি তৃণবৎ গণনা করি । } এরূপ হইলে তখন সাক্ষিদের জন্যে এই আজ্ঞা প্রকাশ হইল, বিচারাসনের সম্মুখে দণ্ডায়মান এই বন্দির বিপরী 瓦翼