পাতা:যাত্রিকের গতি.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বাসিয় বিপক্ষে অতিরিক্তচিারির সাক্ষ্য । *II তাহাতে * ঈষী কহিল, হে মহাশয়, উছার বিষয়ে আর অনেক ই কহিতে পারি, কিন্তু সভাস্থ লোকদের ব্যা৯ মোহ জন্মে এই ভয় করি। ভাল, যদি প্রয়োজন হয়, ভৰে উহার দোষ স্থির করিবার জন্যে যেন কিছু লুটি না থাকে, এই আশয়ে অন্য সাক্ষিরা সাক্ষ্য দিলে পর আমি আরও বিস্তারিতরূপে সাক্ষ্য দিব। তাহাতে বিচারাধ্যক্ষেরা তাহাকে এক পাশ্বে দাড়াইয়া থাকিতে আজ্ঞা করিলেন। অপর তাহারণ * অতিরিক্তচারিকে ডাকিয়া কহিলেন, ভূমি ঐ বন্দিকে চিন কি না? এবং উহার বিপরীতে রাজার পক্ষ হইয়। কি কহিতে পার ? ইহা কহিয়া তাr হাকে শপথ করাইলে পর * অতিরিক্তচারী এই রূপ সাক্ষ্য দিতে আরম্ভ করিল। হে মহাশয়, ঐ ব্যক্তির সহিত আমার বড় একটা আলাপ নাই, এবং ভাল রূপে আলাপ করিতে ইচ্ছাও নাই। তথাপি অলপ দিন হইল, নগরের মধ্যে উছাৱ সহিত আমার কিঞ্চিৎ কথোপকথন হইয়াছিল, তাহাতে আমি জানি ঐ ব্যক্তি বড় কলহকারি লোক, যেহেতুক দুই এক কথা হইতেই ও ব্যক্তি আমাকে হঠাৎ কহিল, তোমাদের ধৰ্ম্ম মিথ্যা, এবং তাহা গ্রহণ করিলে কেহ ঈশ্বরের সন্তোষ জন্মাইতে পারে না । এই সকল কথাদ্ধাৱা উহার যে কি অভিপ্রায় তাহা মহাশয় আপনি বুঝিতে পারেন । ফলতঃ আমরা বৃথা আরাধনা ক্ষরি, এবং অদ্যাপি পাপেতে মগ্ন আছি, এবং অবশেষে বিনষ্ট হইব, ঐ ব্যক্তি আমাদের এমন অখ্যাতি করে। অপর বিচারাধ্যক্ষের * অন্তবার্থিকে ডাকিয়া শপথ করাইয়া কছিলেন, ঐ বন্দির বিরুদ্ধে রাজার পক্ষে তোমার কি ২ বক্তব্য আছে ? তাহা বল । - ... • হাতে “ স্তবার্থী কছিতে লাগিল, হে বিচারাধ্যক্ষ N 2