পাতা:যাত্রিকের গতি.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*Ᏹ ©Ꮬ বিশ্বাসির বিপক্ষে স্তবার্থির সাক্ষ্য । মহাশয়, হে সভাসদ মহাশয়ের, উছার সহিত আমার অনেক কালাবধি পরিচয় আছে, তাহাতে আমি কত বার উহাকে অবক্তব্য কথা কহিতে শুনিয়াছি। অন্য কথা কি বলিৰ ? অামাদের মহামহিম - বালসিৰু নামক রাজার বিরুদ্ধে ঐ ৰেক্ট অনেক ২ তিরস্কার করিল, তদ্ভিন্ন তাহার সম্ভ্রান্ত বন্ধু বান্ধবদিগেরও অপমানজনক অনেক ২ কথা কছিল, বিশেষতঃ শ্ৰীযুক্ত পুরাতনভাব, ও শরীরিকসুখার্থী, ও * ব্যর্থশ্লাঘৈষী, ও "ভোগার্থী ও বৃদ্ধ * লম্পট, এবং "গ্রাসক, ইত্যাদি আমাদের কুলীন লোকদিগের অপমানজনক নানা প্রকার কথা কহিল। ইহা ছাড়া আরো কহিল, আমার মনের মত যদি সকল মনুষ্যদিগের মত হইত, তবে ঐ কুলীনদের মধ্যে এক প্রাণীও এ গ্রামে থাকিত না। আর ঐ ব্যক্তি এই সকল কথা কহিল, এটা বড় আশ্চৰ্য্য নয়, কেননা উহার বিচারকর্ড যে আপনি, আপনকারও নিন্দা করিতে ভীত হয় নাই। ফলতঃ নগরস্থ অন্যান্য মান্য লোকদিগকে যেমন নাস্তিক দুষ্ট ইত্যাদি বলিল, তেমনি আপনকারওঁ অপমানজনক বাক্য কহিল। এরূপ সাক্ষ্য দিয়৷ *স্বত্তবার্থী নিরস্ত হইলে পর বিচারাধ্যক্ষ বন্দি * বিশ্বাসির প্রতি এরূপ কহিতে লাগিলেন, ওরে বিশ্বাসঘাতক পাষণ্ড রাজদ্ৰোছি, তোর বিরুদ্ধে এই সকল মহাশয়ের কি ২ সাক্ষ্য দিয়া গেলেন, তাহা তুই শুনিয়াছিস্ কি না ? उञ्थन * বিশ্বাসী জিজ্ঞাসিল, হে মহাশয়, এখন আমার বিষয়ে কিঞ্চিৎ কহিবার অনুমতি হয় কি ন? তাহ শুনিয়া বিচারাধ্যক্ষ কহিল, ওরে দুষ্ট, মুহূৰ্ত্তমাত্র তোকে জীবৎ রাখা কৰ্ত্তব্য নয়, কিন্তু তোর প্রতি আমাদ্রের দয়া-যেন সকলে জানিতে পারে, এই জন্যে তোর স্বাহ কহিতে ইচ্ছা হয় তাহ বল, শুনি ।