পাতা:যাত্রিকের গতি.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপক্ষদের প্রতি বিশ্বাসির উত্তর । Y ©ዓ তাহাতে - বিশ্বাসী কছিল, তবে প্রথমতঃ * ঈষ্যা মহাশয় যে সাক্ষ্য দিল, তাহারি উত্তর করি, শুন । আমি তদ্বিষয়ে যে কথা কহিয়াছি, তাহ৷ এই, যে কোন বিধি কিম্বা ব্যবস্থা কিম্বা ব্যবহার কিম্বা লোক ঈশ্বরবাক্যের স্পষ্ট বিপ্লৱীত, তাহা - খ্ৰীষ্টধৰ্ম্মের নিতান্ত বিপরীত। ইহাতে যদি আমার ভুল হইয়া থাকে, তবে তাহার প্রমাণ দেও। তাহা করিলে আমি এই ক্ষণে তোমাদের সাক্ষাতে সেই ভুল স্বীকার করিতে প্রস্তুত আছি। দ্বিতীয়তঃ * অতিরিক্তচারী যে সাক্ষ্য দিল, সে বিষয়ে কেবল ইহা কহিয়াছিলাম, ঈশ্বরের আরাধনা করিতে গেলে ঈশ্বরহইতে জাত বিশ্বাসের অপেক্ষা করে ; এবং ঈশ্বরের অভিমত প্রকাশ করশার্থে দত্ত ঈশ্বরীয় আদেশ ব্যতিরেকে ঈশ্বরহইতে জাত বিশ্বাসপ্রাপ্তির কোন সম্ভাবনা নাই । অতএব ঈশ্বরের আরাধনা করিতে গেলে ঈশ্বরীয় আদেশাতিরিক্ত যে কোন ক্রিয়ার প্রয়োগ করা যায়, তাহা কেবল মনুষ্যের কম্পিত বিশ্বায়ের ফল। আর অনন্ত জীবন পাইবার নিমিত্তে এমত বিশ্বাসহইতে কোন উপকার জন্মে না । * আর তৃতীয়তঃ *স্তবার্থী যে সাক্ষ্য দিল, তদ্বিষয়ে কিঞ্চিৎ কহি । আমি কাহাকেও গালি দিতে চাহি না, অতএব সংক্ষেপে বলি, এই নগরের রাজা, এবং তাহার যে সমস্ত অনুগত লোকের নাম ঐ ব্যক্তি কহিল, তাহারা এই নগরে কিম্বা দেশে বাস করিবার যোগ্য নহে, কেবল নরকের যোগ্য। ইহাতে পরমেশ্বর আমাকে অনুগ্রহ করুন ; যাহা হইবার তাহাই হইবে। অনস্তর প্রমাণ শুনিয়া বিবেচনা করণার্থে যে সভাসদ লোকের উপস্থিত ছিল, তাহাদিগকে সম্বোধন করিয়া বিচারাধ্যক্ষ কহিলেন, হে সভাসদ মহাশয়েরা, N 3