পাতা:যাত্রিকের গতি.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সভাসদগণের পরপপর মন্ত্রণ । సి {వె নিবারণার্থে স্থাপিত হইয়াছিল। কিন্তু এই ব্যক্তির দোষ অতি স্পষ্ট। এবং যে দ্বিতীয় ও তৃতীয় ব্যবস্থার উল্লেখ হইয়াছে, এ ব্যক্তি তাহাও লঙ্ঘন করিতেছে, কেননা এ আমাদের মতের বিরুদ্ধ কথা কহিতেছে ; এবং এ যে রাজদ্রোহী, ইহা আপনি স্বীকার করিয়াছে; অতএব ইহার প্রাণদণ্ড করা কর্তব্য । তখন ঐ সভাসদগণ, অর্থাৎ * অন্ধ ও * অভদ্র ও * হিংসুক ও * কামপ্রিয় ও * অত্যাচারী ও * দুরাগ্রহ ও * অহংযু ও "দ্বেষী ও • মিথ্যাবাদী ও নিষ্ঠুর ও দীপারি ও * অসন্ধেয় নামক মহাশয়েরা বিচারস্থানহইতে নির্গত হইয়া পরস্পর মন্ত্রণ পুৰ্ব্বক ঐ বন্দি লোকের দোষ স্থির করিয়া তাহাকে বিচারাধ্যক্ষের সম্মুখে দোষী করণে একপরামর্শ হইল। ইহাতে তাহার। পরস্পর এই রূপ কথোপকথন করিতে লাগিল। প্রথমতঃ সভাপতি * অন্ধ কহিল, আমি স্পষ্ট দেখিতেছি, ঐ ব্যক্তি বৈধৰ্ম্মী। পরে “ অভদ্র কছিল, ঐ মানুষকে জগৎহইতে দূর করিয়া দেওয়া উচিত। এবং হিংসুক ঐ কথায় যোগ দিয়া কহিল, ছেদে দেখ, ঐ বেটার মুখ দেখিলে আমার ক্ৰোধ জন্মে। এবং * কামপ্রিয় কহিল, হুঁ, আমিও উহাকে দেখিতে পারি না। এবং * অত্যাচারী কছিল, হঁ। ভাই, আমিও পারি না, কারণ ঐ বেটা সৰ্ব্বদা আমার মতে দোষ দিত। অপর * দুরাগ্রহ কছিল, ফঁাসি দেও, ফালি দেও। এবং * অহংযু কছিল, ও বেটা অতি অস্ত্যজ । এবং * দ্বেষক কহিল, উস্থাকে দেখিলে আমার সৰ্ব্বাঙ্গ জ্বলে। এবং • মিথ্যাবাদী কহিল, ও বেটী চোর। - নিষ্ঠুর কহিল, ফঁাসিদণ্ড উহার বহু ভাগ্যের কথা, অধিক দণ্ড দেওয়া উচিত । এবং * দীপারি কহিল, শীঘ্ৰ উছাকে লোকান্তর কর । অবশেষে * অসন্ধেয় কহিল, শুন, আমি