পাতা:যাত্রিকের গতি.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У 8 o বিশ্বাসির প্রাণদণ্ড ও স্বগারোহণ । যদি সমস্ত জগৎ পাই, তথাপি উছার সহিত কখন মেল করি না ; অতএব আইস আমরা বিচারকর্তার সাক্ষাতে উহার প্রাণদগুযোগ্য দোষ স্থির করি । এই রূপ দোষারোপ করিলে পর বিচারাধ্যক্ষ ক্ষণেকের মধ্যে ঐ ব্যক্তির প্রাণদণ্ড স্থির করিয়া এই আজ্ঞা দিল, ঐ ব্যক্তি ষে স্থান হইতে আসিয়াছে সেই স্থানে উহাকে লইয়া গিয়া যথাসাধ্য নিৰ্দ্দয় রূপে উহার প্রাণদণ্ড কর । অতএব তাহার। স্বদেশীয় ব্যবস্থানুসারে দণ্ড দিবার নিমিত্তে তাহাকে বাহির করিয়া প্রথমতঃ বেত্ৰাঘাত ও গালে মুখে চপেটাঘাত মারিল। পশ্চাৎ ছুরিকাদ্বারা তাছার গাত্রের মাংস নিৰ্দ্দয় রূপে ছেদন করিতে লাগিল। পরে তাহাকে প্রস্তর মারিল ও তরবালের অগ্রভাগদ্বারা তাহার শরীরে খোচা দিল । এই রূপে অশেষ বিশেষ যাতনা দিয়া অবশেষে তাহাকে একটা স্তম্ভকাষ্ঠে বাধিয়। অগ্নিদ্বারা পোড়াইয়া ভস্ম করিল। এই রূপে “ বিশ্বাসী অত্যন্ত যন্ত্রণ পাইয়৷ দেহ ত্যাগ করিল বটে, কিন্তু আমি দেখিলাম ঐ লোকারণ্যের পশ্চাভাগে তাহার নিমিত্তে দুই ঘোড়ার এক খানি রথ প্রস্তুত হইয়াছিল। পরে শলু লোকের তাহাকে ব্যাপাদন করিবামাত্র সে ঐ রথারোহণ পুৰ্ব্বক তুরীধ্বনিতে অন্তরীক্ষ পথ দিয়া অতি শীঘ্ৰ স্বৰ্গীয় রাজধানীতে উপনীত হইল। তদনন্তর * খ্ৰীষ্টীয়ানের বিচারে কিঞ্চিৎ বিলম্ব হইলে সে পুনৰ্বার কারাগুহে বদ্ধ হইল। ঐ কারাগারে কিছু কাল থাকিলে পর মনুষ্যদের ক্রোধ র্যাহার হস্তগত, সেই সৰ্ব্বাধিপতি ঈশ্বর তাছাদের হস্তহইতে তাহাকে রক্ষা করিলেন ; তাহাতে সে অাপন পথে অগ্রসর হইল। গমন কালে সে এই শ্লোক গান করিতে .