পাতা:যাত্রিকের গতি.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশাবানের সহিত খ্ৰীষ্টীয়ানের সাক্ষাৎ । ১৪১ 尊 বিশ্বাসি যেমতে, বিশ্বাস্য রূপেতে, আপন প্রভুর নাম । করিলা স্বীকার, সমক্ষে তাহার, তথা পাৰে সুখধাম ॥ - অবিশ্বাসী যারা, ইহলোকে তারা, হৰ্ষিত আসার সুখে। কিন্তু পরলোকে, পড়িয়া নরকে, কাদিবেক উদ্ধ মুখে ॥ গান কর কর, বিশ্বাসি তোমার, নাম চিরজীবী হবে। হৈলেও নিহত, তুমি হে সতত, স্বগেতে জীবিত রবে। ১ ৪ অধ্যায় । অপর আমি স্বপ্নে দেখিলাম - খ্ৰীষ্টীয়ান একাকী এই রূপ গান করিতে ২ যাইতেছিল, তাহা নয়, কেননা * অাশাবান নামে এক ব্যক্তি তাহার সহিত মিলিত হইয়া তাহাকে ভ্ৰাতৃ সম্বোধন পুৰ্ব্বক কহিয়াছিল, হে ভাই, আমি তোমার সহযাত্রী,হইব। ঐ ব্যক্তি মায়াহটে * খ্ৰীষ্টীয়ানের ও “ বিশ্বাসির দুরবস্থা সময়ে তাহাদের সৎকথা শুনিয়া এবং সদাচরণ দেখিয়া আশাযুক্ত হইয়াছিল । এই প্রকারে সত্যতার সাক্ষ্য দেওনার্থে এক জনের মৃত্যু হইলে তাহারই চিতাভস্মহইতে - খ্ৰীষ্টীয়ানের সহিত গমনার্থে আর এক জন উৎপন্ন হইল ; এবং সেই * অাশাবান - খ্ৰীষ্টীয়ানকে কহিল, ঐ মেলার মধ্যহইতে অনেক ২ লোক কিঞ্চিৎ পরে আমাদের পশ্চাৎ আগমন করিবে । এই রূপে * খ্ৰীষ্টীয়ান পুনৰ্ব্বার এক জন সঙ্গী পাইয়া