পাতা:যাত্রিকের গতি.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

令 B文 বহুচেষ্টের সহিত কথোপকথন । ঐ মেলাহইতে বাহির হইবামাত্র - বহুচেষ্ট নামে এক অগ্রগামি লোকের সঙ্গ ধরিয়৷ তাছাকে জিজ্ঞাসা করিল, হে মহাশয়, আপনি কোন দেশহইতে জাসিয়াছেন ? এবং কত দূর পর্যন্তই বা গমন করিবেন ? তাহাতে সে উত্তর করিল, আমি "মধুরবাক্য নামক নগরহইতে আসিয়াছি, এবং স্বৰ্গীয় রাজধানীতে যাইব । কিন্তু সে অাপন নামের পরিচয় দিল না। - তখন - খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, তুমি - মধুরবাক্য নগরহইতে আসিয়াছ, সেখানে কি কোন ধাৰ্ম্মিক লোক আছে ? তাহাতে * বহুচেষ্ট কহিল, হাঁ, অামার এমন বোধ হয় । অপর • খ্ৰীষ্টীয়ান কহিল, হে মহাশয়, আমি তোমাকে কি বলিয়া ডাকিব ? তাহাতে • বহুচেষ্ট কহিল, তোমায় অামায় পরস্পর কখন পরিচয় নাই বটে, তথাপি এই পথে তোমার সহিত যাইতে আমি বড় আহ্নাদিত হই, কিন্তু তাহ না হইলে অামাকে ক্ষান্ত হইতে হইবে । অপর • গ্ৰীষ্টীয়ান কহিল, ঐ * মধুরবাক্য নামক নগরের বিষয়ে আমি অনেক ২ কথা শুনিয়াছি। লোকেরা ঐ নগরকে অতি ধনশালী কছে.। - তাহাতে * বহচেষ্ট কহিল, স্থা, সে নগর অতি ধনাঢ্য বটে, সে স্থানে আমার অনেক ২ ধনবান জ্ঞাতি কুটুম্ব আছে। তখন “ খ্ৰীষ্টীয়ান কহিল, মহাশয় যদি বিরক্ত না হন, তবে সে স্থানে তোমার কেটা ২ কুটুৰ আছে, তাহা জিজ্ঞাসা করি । তাহাতে • বহচেষ্ট কহিল, কেটা ২ কেন ? সেখানকার সমস্ত লোকই প্রায় আমার কুটুম্ব, বিশেষতঃ শ্ৰীযুত * মূর্ণি মহাশয় ও *কালানুবর্তী মহাশয়, এবং ‘মধুরবাক