পাতা:যাত্রিকের গতি.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বহুচেষ্টের চরিত্র । እ 8 © মহাশয়, যাহার পিতৃপিতামহের নামেতে ঐ নগর নামলব্ধ হইয়াছেঃ তন্তিম " চিকুণ মহাশয়, ও - উভয়দিজুখ মহাশয়, ও * যথারুচি মহাশয়, এবং আমার মাতুল * দ্বিজিৰ নামক মহাশয়, এই সকল লোক অামার ঘনিষ্ঠ কুটুম্ব জানিবা। আর তোমাকে যদি সত্য কহিতে হইল, তবে শুন, আমি এখন এক জন কুলীন মহল্লোক হইয়াছি। আমার প্রপিতামহ দাড়ী ছিলেন, তিনি এক দিগে চাহিয়া অন্য দিগে গমন করিতেন । সেই প্রকার ব্যবসায়দ্বারা আমিও প্রায় সমস্ত ধন উপাৰ্জ্জন করিয়াছি। অপর • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসা করিল, তোমার স্ত্রী পুজাদি আছে ? তাহাতে • বহুচেষ্ট উত্তর করিল, ই, সুবেশ। রাণীর কন্যার সহিত আমার বিবাহ হইয়াছে। সে স্ত্রী অতি স্বভ্রান্ত কুলোদ্ভব, এবং এমন ভাগ্যবতীরূপে প্রতিপালিত। হইয়াছে, যে কি রাজা কি প্রজা সকলেরি সহিত যথোচিত ব্যবহার করিতে জানে। সে যাহা হউক, ধৰ্ম্মরত অন্য ২ লোক অপেক্ষা আমরা ধৰ্ম্ম বিষয়ে কিঞ্চিৎ ভিন্ন স্বভাব রাখি, কিন্তু সে কেবল দুইটি ক্ষুদ্র বিষয় জানিবা; প্রথমতঃ এই, আমরা সম্মুখ বায়ু কিম্ব সম্মুখ স্রোত ভাঙ্গিয়া গমন করি না ; দ্বিতীয়তঃ নিৰ্ম্মল দিনে জনগণের প্রশংসা করণ কালে ধৰ্ম্মকে স্বর্ণ পাদুকা ধারণ পুৰ্ব্বক পথে বেড়াইতে দেখিলে আমরা তাহার প্রতি অন্য সময়াপেক্ষা অধিক অনুরাগ প্রকাশ করি। তখন “ শ্ৰীষ্টীয়ান এক পাশ্বে গিয়া আশাবানের সহিত মিলিয়া তাহাকে কহিল, ওহে ভাই, আমার অনুমান হয় ঐ ব্যক্তি ‘মধুরবাক্য নগরের • বহুচেষ্ট নামক লোক। যদি সে হয়, তবে উহার সমান প্রবঞ্চক এ অঞ্চলে নাই। তখন * অাশাবান কহিল, তুমি উহাকে জিজ্ঞাসা