পাতা:যাত্রিকের গতি.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ 8● বহুচেষ্টের মিত্ৰগণের আগমন । কেলিয়া অগ্রসর হইল। কিঞ্চিৎ দূরে গমন করিলে তাহাদের মধ্যে এক জন পশ্চাৎ দিগে দৃষ্টি করিয়া - ধৃতজগৎ ও * অর্থপ্রিয় ও * সর্বসঞ্চয়ী নামে তিন ব্যক্তিকে ঐ eবহচেষ্টের পশ্চাৎ আসিতে দেখিল। পরে তাহারা তাহার সঙ্গ ধরিলে * বহুচেষ্ট তাহাদের সহিত পরস্পর প্রণাম ও কোলাকুলি করিল, কারণ বাল্যকালে তাহারা সকলে একই বিদ্যালয়ে পাঠ করিয়াছিল, ফলতঃ উত্তরদিক্‌স্থিত * লোভ নামৰ প্রদেশের * লাভেচ্ছা নগরে * নরপীড়ক নামা অধ্যাপকের কাছে একত্র অধ্যয়ন করিয়াছিল। ঐ অধ্যাপক তাহাদিগকে বল কি ছল কি স্তবস্তুতি কি মিথ্যাকথা কি ধৰ্ম্মবেশ ধারণ, সৰ্ব্বপ্রকার উপায়দ্বারা অর্থলাভ করণ বিষয়ক বিদ্যা শিক্ষা দিয়াছিল। তাহাতে ঐ চারি জন অধ্যাপকের জ্ঞানেতে এমত পণ্ডিত হইয়াছিল, যে প্রত্যেকে স্বতন্ত্র ২ তাহার অধ্যাপক হইবার যোগ্য ছিল । পুৰ্ব্বোক্ত রূপে তাছাদের পরস্পর বন্দনাদি সমাপ্ত হইলে * অর্থপ্রিয় কিঞ্চিৎ আগ্রে ঐ দুই জন যাত্রিকে দেখিয়া • বহচেষ্টকে জিজ্ঞাসা করিল, হে মহাশয়, আমাদের অগ্রগামী ঐ দুই ব্যক্তি কে ? তাহাতে বহুচেই কহিল, উহার দূরদেশীয় যাত্রী, আপনাদের ইষ্ট রীতানুসারে যাত্রা করিতেছে।

  • অর্থপ্রিয় কহিল, হায় ২, তবে উহারা কেন দাড়াইল না? তাছা হইলে আমরা উত্তম সহযাত্রিক পাইতাম । কেননা বোধ হয়, স্বাত্রা করিতে উহাদের ও আমাদের ও আপনকার মনস্থ আছে।

তাছাতে *বহুচেষ্ট উত্তর করিল, আছে বটে, কিন্তু ঐ অগ্রগামি ব্যক্তিরা বড় দুরাগ্রহ; তাহারা অাপন ২ বিচারে এমন আসক্ত, ষে অন্য সকলের বিচার লঘু জ্ঞান কঙ্গে; তাহাতে কোন ব্যক্তি পরমধাৰ্ম্মিক হইলেও যদি