পাতা:যাত্রিকের গতি.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিত্ৰগণের সছিত বহুচেষ্টেয় কথোপকথন । ኔ 8 ዓ সকল বিষয়ে তাহাদের মতে ঝটিতি প্রবিষ্ট না হয়, তবে তাহারা তাহাকে আপন সঙ্গহইতে দূর করিয়া দেয়। তাহাতে * সৰ্ব্বসঞ্চয়ী কহিল, ইহা অতি মন্দ । কিন্তু এই জগতে অতিধাৰ্ম্মিক কোন ২ লোক অাছে, শাস্ত্রেও এমন লিখিত আছে। তাহার কঠিনস্বভাব প্রযুক্ত আপমাদিগ্‌ ব্যতিরেকে অন্য সকলকে আপন ২ বিচারে দোষী করে। ভাল, কোন ২ বিষয়ে তোমার ও তাহাদের মতে अऐबका झिल ?

  • বহুচেষ্ট উত্তর করিল, তাহ বলি শুন । তাহার। একওঁইয়া প্রযুক্ত সকল কালেতেই যাত্রা করা বিহিত জ্ঞান করে, কিন্তু আমি তাহ না করিয়া সুবাতাস প্রভূতির অপেক্ষা করিয়া থাকি । এবং তাহারা ঈশ্বরের নিমিত্তে একেবারে অাপন ২ সৰ্ব্বস্ব পণ করে, কিন্তু আমি সে রূপ না করিয়া আপন প্রাণ ও বিষয় রক্ষার্থে তাবৎ উপায় গ্রাহ্য করি। তাবৎ মনুষ্য তাহদের প্রতিবাদী হইলেও তাহারা আপন মত ত্যাগ করিতে অসম্মত থাকে ; কিন্তু আমি কালাকাল ও ফলাফল বুঝিয়া লাভানুসারেই ধৰ্ম্মের সপক্ষ হইয়া থাকি। ধৰ্ম্ম যখন নেকড় পরিয়া তুচ্ছের ন্যায় বেড়ান, তখনও তাহার। তাছার অনুগত হয় ; কিন্তু আমি ধৰ্ম্মকে স্বর্ণপাদুকা বিশিষ্ট ও জনগণকর্তৃক প্রশংসিত হইয়া বেড়াইতে দেখিলে তাছার অনুগামী হইয়া থাকি ।

অপর - ধৃতজগৎ কছিল, ভাল ২, তুমি সাধু লোক, এই মতেতে তোমার থাকা কৰ্ত্তব্য, কেননা যে ব্যক্তি সৰ্ব্বস্ব রক্ষা করণের উপায় অগ্রাহ্য জ্ঞান করিয়া তাছা হারায়, তাহাকে আমি মূখের মধ্যে গণনা করি। আমাদের সপবৎ সতক হওয়া তো উচিত ; রৌদ্র হইলে কাপড় দেওয়া ভাল । দেখ, মৌমাছি সকল ঝড়ের সময়ে o 2