পাতা:যাত্রিকের গতি.djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ৪৮ মিত্ৰগণের সস্থিত বহুচেষ্টের কথোপকথন । কোন কাৰ্য্য না করিয়া যখন সুখেতে মধু লাভ হয়, এমন নিৰ্ম্মল দিনে কাৰ্য্য করে। ঈশ্বয় কেৰল ঝড় দেন, এমন নয়, রৌদ্রও দিয়া থাকেন; অতএব উছারা যদি ক্ষিপ্ত হইয়। ঝড়ের সময়ে যাত্রা করিৰে, তবে করুক, কিন্তু আমরা সুসময়ে যাত্রা করিতে ভাল বাসি। জন্যেরা ষে ধৰ্ম্ম ভাল পাওয়া যায়, তাছাই আমি অধিক ভাল বাসি । ঈশ্বর যখন আমাদিগকে ঐছিক মঙ্গল দিয়া থাকেন, তখন তাহারই অনুরোধে তাহ। গ্রাহ্য করিয়া রক্ষা করা আমাদের উচিত, ইছা কি যুক্তিসিদ্ধ বিচার নয় ? দেখ, “ ইব্রাহীম ও * সুলেমান, ইহার ধৰ্ম্মৰ্ত্তার ধনবান হইয়াছিল । তম্ভিল্প * আয়ূৰ কহিয়াছে, সাধু লোক ধুলার ন্যায় সুবর্ণ সঞ্চয় করিবে; কিন্তু তুমি ষে রূপ ঐ অগ্ৰগামিদের বর্ণনা করিয়াছ, সে রূপ হইলে সাধু লোক তাহা করিতে পারে না। অপর ° সৰ্ব্বসঞ্চয়ী কহিল, ও হে ভাই, বুঝি আমরা সকলেই এ বিষয়ে ঐক্য. হইতেছি, অতএব এখন অধিক কথায় নিম্প্রয়োজন । t t -

  • অর্থপ্রিয় কছিল, ই, নিম্প্রয়োজন ৰটে, কেননা ধৰ্ম্মগ্রস্থ ও নীতি এ উভয়ই অামাদের পক্ষ, ইহা স্পষ্ট ; আর ধৰ্ম্মশান্ত্রেতে ও নীতিশাস্ত্রেতে বাছাদের বিশ্বাস নাই, তাহারা আপনাদের স্বাধীনতা বুঝে না, এবং আপন ২ মঙ্গলের চেষ্টাও করে না ।

তখন ৰহচেষ্ট কছিল, হে জাত সকল, দেখ, আমরা সকলেই একত্র যাত্রা করিতেছি, অতএব যাহাতে মন্দ বিষজ্ঞের চিস্তােহইতে রক্ষা পাই, এমন এক প্রশ্ন করিতে अबुझ श्रेष्ठक । ... কোন ধৰ্ম্মোপদেশক কিম্বা কোন ব্যবসায়ি লোক যখন ঐছিক মঙ্গল প্রাপ্তির উপায় দেখে, তখন ধৰ্ম্মানুরাগ প্রকাশ