পাতা:যাত্রিকের গতি.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যাত্রিকের গতি । প্রথম ভাগ । حساسي. .ه حقوهم.صص. ১ অধ্যায়।

ম সময়ে আমি এই দুগম অরণ্যস্বরূপ জগতের মধ্যে ভূমণ করিতেই এক পৰ্ব্বতের গুহাতে উপস্থিত হইয়া শয়ন করিয়া নিদ্রিত ছিলাম, তৎকালে এই স্বপ্ন দেখিয়াছিলাম, যেন খণ্ড ২ জীর্ণ বস্ত্র পরিহিত এক ব্যক্তি নিজ গৃহের প্রতি বিমুখ হইয়। এবং পৃষ্ঠদেশে বৃহৎ ভারাক্রান্ত হইয়া এক খানি পস্তক পাঠ করিতে লাগিল। আর ঐ পুস্তক পাঠ করিতে ২ সে ভীত ব্যক্তির ন্যায় রোমাঞ্চিত ইয়া কপিতে ২ রোদন করিতে লাগিল । পরে মনোদুঃখের অধিক বেগ সম্বরণ করিতে না পারিয়া, আমি কি করিব ? এ কথা কহিয়৷ উচ্চৈঃস্বরে কাদিয়া উঠিল ।

অপর সে এই দশাগ্রস্ত হইয়া নিজ গ্লুক্তেতে উপস্থি-ভ হইলে স্ত্রী পুত্ৰাদি পরিবারের পাছে ঐ দুঃখ জানিতে পারে, এ কারণ যথাসাধা ধৈর্য্যাবলম্বন করিয়া রহিল । এই রূপে থাকিল বটে, কিন্তু ক্রমে ২ তাছার ঐ মনোছঃখের অধিক বুদ্ধি হওয়াতে সে বহুকাল পর্য্যন্ত তাহা সন্থরণ করিতে না পারিয়া, অবশেষে স্ত্রী পুজাদির নিকটে আপন মনোদুঃখের সমস্ত বিবরণ ভাঙ্গিয়া কহিল, ক্তে প্রিয়তমে কান্তে, হে আমার ঔরসজাত সন্তান, আমি