পাতা:যাত্রিকের গতি.djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* @ 8 লঙ্কত পৰ্ব্বত্তের বিবরণ। একটা ক্ষুদ্র পৰ্ব্বত ছিল, সেই পৰ্ব্বতে রূপার আকর থাকাতে পুৰ্ব্বকালীন যাত্রিকদের মধ্যে কেহ ২ ঐ অ্যাকরের অাশ্চৰ্য্য দেখিতে এক পাশ্বে গিয়াছিয়, কিন্তু ঐ অাকরের মুখের অতি নিকট গমন করিলে তথাকার ভূমি চলিয়া পড়াতে অনেকে মারা পড়িয়াছিল, এবং কেছ ২ সেই স্থানে বিকলাঙ্গ হইয়। তদবধি মরণ দিন পর্য্যন্ত পুনৰ্ব্বার স্বস্থ হইতে পারিল না। অপর আমি স্বপ্নেতে দেখিলাম, পথহইতে কিঞ্চিৎ দূরে সেই অাকরের পাশ্বে * দীমাঃ কোন মহল্লোকের ন্যায়, পথিকদিগকে ডাকিয়া তাছা দেখাইবার নিমিত্তে দণ্ডায়মান ছিল। সে - শ্ৰীষ্টীয়ানকে ও তাহার সহযাত্রিকে দেখিয়া ডাকিয়া কহিল, ও হে, তোমরা এক পাশ্ব হইয়া এ দিগে আইস, আমি তোমাদিগকে এক দ্রব্য দেখাইব । তাছাতে - খ্ৰীষ্টীয়ান এই উত্তর করিল, আমাদিগকে যে পথবহির্ভূত করে, এমত যোগ্য কোন দ্রব্য আছে ? ' ' , * भैौभा? কছিল, এ স্থানে রূপার এক অাকর অাছে,কেহ২ অর্থের আশাতে তাহা খনন করিতেছে ; তোমরাও যদি অাইস, তবে অনায়াসে অতিশয় ধনবান হইতে পারিব । তাহাতে • আশাবান কছিল, তবে আইস ভাই, আমরাও দেখি গিয়া ।

  • গ্ৰীষ্টীয়ান কছিল, আমি কোন মতে যাইব না ; কেননা সেই স্থানের বিষয় সকল আমি পুৰ্ব্বে শুনিয়াছি। ওখানে কতো লোক মারা পড়িয়াছে ; এবং পথিকেরা ঐ স্থানে যে ধন চেষ্টা করে, তাহ। তাহাদের ফঁাদস্বরূপ হইয়। স্বাত্রার বাধা জন্মায় ।

অপর • গ্রীষ্টীয়ান ঐ • দীমাকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, কেমন হে, ও কি আপদের স্থান নয় ? ওখানে ৰাজা বিষয়ে অনেকের বাধা কি জন্মে নাই ?