পাতা:যাত্রিকের গতি.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীমার সহিষ্ঠ খ্ৰীষ্টীয়ানের কথোপকথন । ১৫৫ তাহাতে * দীমাঃ উত্তর করিল, যাহারা অসাবধান হইয়া চলে, কেবল তাহাদের অাপদ হয়। কিন্তু এই কথা কহনের সময়ে তাহাৰু মুখ বিবৰ্ণ হইল। তখন - খ্ৰীষ্টীয়ান • আশাবানকে কহিল, আমরা যেন স্বপথে বৈ উহার নিকটে এক পাও গমন না করি। অপর • আশাবান কছিল, হেদে দেখ, আমি ইহা নিশ্চয় কহিতে পারি, সেই * বহুচেষ্ট এ পথে আইলে ঐ ব্যক্তি যদি আমাদের মত তাহাকে ডাকে, তবে সে অবশ্য পথবহির্ভূত হইবে । তাহাতে খ্ৰীষ্টীয়ান কহিল, তাহার সন্দেহ নাই, কেনন সেই দিগেই গমন করা তাহার মতানুযায়ি ক্রিয় ; কিন্তু সে স্থানে গিয়া যে না মরে, সে শতেকের মধ্যে এক জন । অপর * দীমাঃ তাহাদিগকে পুনৰ্ব্বার ডাকিয়া কছিল, তবে কি তোমরা দেখিতে আসিবা না ? তাহাতে - খ্ৰীষ্টীয়ান উত্তর করিয়া স্পষ্টরূপে কহিল, ও হে দীমাং, যিনি এই পথের কর্তা তাহার এক জন প্রকৃত শতু তুমি ; আপনি পখবহির্ভূত হওন দোষেতে রাজকীয় বিচারকর্তাদ্বারা দোষীকৃত হইয়া দণ্ডযুক্ত হইয়াছ, অতএব কেন অামাদিগকেও সেই দণ্ডের ভাগী করিতে চেষ্টা কর ? আমরা যদি পথছাড়া হই, তবে অামাদের প্রভু মহারাজ অবশ্য সে বিষয় জানিতে পারিবেন, এবং তাহার সাক্ষাতে নিৰ্ভয় হইয়া দাড়াইতে না দিয়া অামাদিগকে লজ্জা দিবেন। অপর * দীমাঃ কহিল, আমিও তোমাদের এক জন জাতা, তোমরা যদি কিঞ্চিৎ বিলম্ব কর, তবে অামি তোমাদের সঙ্গী হইয়া তোমাদের সহিত গমন করি । তখন * খ্ৰীষ্টীয়ান তাছাকে জিজ্ঞাসিল, তোমার নাম