পাতা:যাত্রিকের গতি.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লোটের স্ত্রী। * @ Q পার্শ্বে একটা পুরাতন স্তম্ভ দেখিতে পাইল। তাহার দর্শনে তাহারা অতি চমৎকার জ্ঞান করিল, কেননা তাহা স্ত্রীলোকের আকৃতিবিশিষ্ট ছণ্ডয়াতে, কোন স্ত্রীলোক স্তম্ভ হইয়া উঠিয়াছে, এমন বোধ হইলশ অতএব তাহারা সেই স্থানে অনেক ক্ষণ দাড়াইয়া অবলোকন করিল, কিন্তু নানা প্রকার বিতর্ক করিলেও সেটা কি, তাহ কিছুই নির্ণয় করিতে পারিল না। অবশেষে • আশাবান ঐ মুর্ভির মস্তকে অসম্ভব অক্ষরে লিখিত কতকগুলীন বর্ণ দেখিল, কিন্তু আপনি বড় একটা পণ্ডিত না হওয়াতে তাহা বুঝিতে না পারিয়া গ্ৰীষ্টীয়ানকে ডাকিল; তাহাতে - খ্ৰীষ্টীয়ান পণ্ডিত প্রযুক্ত ঐ অক্ষর কিঞ্চিৎ আলোচনা করিবামাত্র ইহা পাঠ করিল, যথা, * লোটের স্ত্রীকে স্মরণ কর। তাহাতে সে আপন সহযাত্রিকে তাহা শুনাইলে পর, তাহারা উভয়ে এই নিশ্চয় করিল, * লোটের স্ত্রী যখন প্রাণরক্ষার্থে "সিদোম্ নগরহইতে পলায়ন করিতেছিল, তখন সে লোভি মনেতে পশ্চাৎ দৃষ্টি করাতে ৰে লবণস্তম্ভ হইয়াছিল, সে এই স্তম্ভ ; অতএব তাহার। অকস্মাৎ এরূপ আশ্চৰ্য্য দেখিয়া এই ২ কথোপকথন করিতে লাগিল । প্রথমতঃ খ্ৰীষ্টীয়ান কহিল, ওহে ভাই, ঐ * লভ্য নামক পৰ্ব্বতে যাইতে * দীমাঃ অামাদিগকে ডাকিলে পর এই ষে দর্শন হইয়াছে, ইহা অামি অতি শুভ দর্শন করিয়া মানিতেছি ; কেননা সে ব্যক্তি যেমন আকাঙ্ক্ষ{ করিয়াছিল, এবং তুমি যেমন ইচ্ছা করিয়াছিম্বা, আমরা যদি তেমনি তাহার নিকট যাইতাম, তবে না জানি অtমরাও এই স্ত্রীলোকের ন্যায় পশ্চাৎ আগত লোকদিগের দর্শনস্তম্ভ হইতাম ।

  • আশাবান কহিল, আমি না বুঝিয়া ঐ প্রকার ইচ্ছা