পাতা:যাত্রিকের গতি.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ 6 o' লোটের স্ত্রী । করিয়াছি, ইহাতে আমার মনে বড় দুঃখ জন্মে। এবং অামি যে এই ক্ষণে * লোটের স্ত্রীর ন্যায় হই নাই, ইহাতেও আশ্চৰ্য্য বোধ হয় ; কেননা অামার পাপে তাছার পাপে বিশেষ কি ? শে"ধেমমফিরিয়া দেখিয়াছিল, আমিও তেমনি তথায় ঘাইয়া দেখিতে বাঞ্ছা করিয়াছিলাম। অতএব অনুগ্রহের স্বতি হউক ; এবং আমার মনের ঐ ইচ্ছাপ্রযুক্ত আমার লজ্জা হউক। অপর * খ্ৰীষ্টীয়ান কহিল, সে যাহা হউক, হইয়াছে, কিন্তু এই ক্ষণে এই স্থানে আমরা যাহা দেখিতেছি, আইস আমরা ভাবি সময়ের উপকারের নিমিত্তে তাছ। মনে রাখি ; ফলতঃ এই স্ত্রী এক বার * সিদোম্ নগরের সংহারেতে রক্ষা পাইলেও অন্য সংহারেতে নষ্ট হইয়াছে । -

  • অাশাবান কহিল, সত্য, ইহা অামাদের প্রতি উপদেশ ও দৃষ্টান্তস্বরূপ হইতে পারে, ফলতঃ এই স্ত্রীর ন্যায় পাপ করিলে আমরাও তাহার, ন্যায় দণ্ড পাইব, অতএব সেই পাপহইতে সাবধান থাকা অামাদের উচিত, এই স্তম্ভ আমাদিগকে এমন উপদেশ দিতেছে । এবং * কোরহ ও * দাখন ও আবীরাম এবং তাহাদের দলস্থ আড়াই শত লোক, ইছারাও আপনাদের পাপে নষ্ট হওয়াতে আমাদিগকে চেতনা দিবার নিমিত্তে চিহ্ন ও দৃষ্টান্তস্বরূপ হইয়াছে। ভাল, সে যাহা হউক, এক বিষয়ে আমার বড় আশ্চৰ্য্য বোধ হয়, ফলতঃ * লোটের স্ত্রী যে ধনের লোভেতে শহইতে এক পাদও বহির্ভূত না হইয়া কেবল পশ্চাদৃ দৃষ্টি করাতে লবণস্তম্ভ হইয়াছিল, ঐ * দীমাঃ ও তাছার সঙ্গি লোকেরা কি প্রকারে স্থিরচিত্ত হইয়া সেই ধনের অন্বেষণ করিতে পারে ? বিশেষতঃ ঐ স্ত্রীর প্রতি যে, দণ্ড ঘটিয়াছিল, তাহাতে সে ঐ লোকদের দৃষ্টিগোচরে