পাতা:যাত্রিকের গতি.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লোটের স্ত্রী । * @ Q চিহ্নস্বরূপ হইয়া আছে ; আর চক্ষু মেলিলেই তাহার তাহাকে দেখিতে পারে । , তাহাতে খ্ৰীষ্টীয়াৰ কহিল, হুঁ, ইহা অতি আশ্চৰ্য্য বটে, কিন্তু আমার বোধ হয়, উছাদের অন্তঃকরণের কাঠিন্য অপ্রতিকাৰ্য্য। যাহারা বিচারকর্ডার সাক্ষাতে চুরী করে, কিম্বা ফঁাসিকাষ্ঠের নীচে লোকদের গাইট কাটে, এমন দ্বরাচারিদের সহিত উহাদের তুলনা দিতে হয়। আর * সিদোম্ নগরবাসিদের বিষয়ে এরূপ কথিত আছে, যে তাহারা অতিশয় দুষ্ট, ও পরমেশ্বরের গোচরে অতি পাপিষ্ঠ ছিল, ফলতঃ পুৰ্ব্বে ঈশ্বর তাছাদের প্রতি বিশেষ অনুগ্রহ করাতে * সিদোমের দেশ এদন উদ্যানের ন্যায় মনোহর এবং উর্বর ছিল ; এই হেতুক ঈশ্বরের ক্রোধ অধিক প্রজ্বলিত হওয়াতে আকাশহইতে অগ্নির বর্ষণেতে তাহার অসহ্য দণ্ড পাইল । ইহাতে এই অনুমান করা যথার্থ, কুপথে গমন নিবারণের নিমিত্তে দৃষ্টান্ত সাক্ষাতে থাকিলেও যাহারা ঐ দীমার ন্যায় হইয়া পাপ করে, তাহারা সৰ্ব্বাপেক্ষ নিষ্ঠুর দণ্ড পাইবে।

  • আশাবান কহিল, সত্য কহিয়াছ। তুমি ও আমি এরূপ দৃষ্টান্তস্থল হই নাই, ইছা আমাদের প্রতি বড় অনুগ্রহ। ইহার নিমিত্তে ঈশ্বরের ধন্যবাদ করা, এবং তাহার সাক্ষাতে ভয় পুৰ্ব্বক আচরণ করা, এবং লোটের স্ত্রীকে নিত্য২ স্মরণ করা আমাদের কর্তব্য ।

১৫ অধ্যায়। ; - অপর অামি স্বপ্নে দেখিলাম, যেন তাহারা তথাহইতে ক্রমে ২ গমন করিতে ২ একটি মনোহর নদীতীরে উপস্থিত হইল । পুর্বে - দায়দ রাজা সেই নদীর নাম ঈশ্বরীয় নদী р 2 -