পাতা:যাত্রিকের গতি.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ や ● छेश्रोम्न मर्मोङ्ग डीौद्ध । রাখিয়াছিল, "যোহন তাহাকে অমৃত জলের নদী বলে। যাহা হউক, ঐ নদীর তীর দিয়া, বরাবর পথ যাওয়াতে * খ্ৰীষ্টীয়ান ও * অাশাৰাম ভক্তি আছাৰ পুৰ্ব্বক গমন করিতে লাগিল, এবং মধ্যে ২ ঐ সঙ্গীর জল পান করাতে তাহাদের প্রান্তি দূরীকৃত ও মন প্রফুল্প হইল। সেই নদীর ধারে এ পারে ও পারে তাবৎ প্রকার খাদ্য ফলবিশিষ্ট বৃক্ষ ছিল, সেই বৃক্ষের পত্র আরোগ্যজনক। অতএব তাহারা সুখেতে ফল পাড়িয়৷ থাইতে লাগিল, এবং পথ গমনে রক্তবিকারজন্য যে ২ রোগ জন্মে, তাহা নিবারণার্থে ঐ সকল বৃক্ষের পত্র ভোজন করিতে লাগিল । নদীর উভয় পার্শ্বে অস্নান তৃণ ও সুন্দর কালুড়পুষ্পে ভূষিত একটি মাঠ ছিল । সেই মাঠে তাহারা নিষ্কন্টকে শয়ন করিয়া নিদ্রা গেল । অপর নিদ্রা ভঙ্গ হইলে তাহারা পুনর্যার ঐ বৃক্ষের ফলাদি পাড়িয়া ভোজন করিয়া বিশ্রাম করিল। এই রূপে সেই স্থানে কএক দিন থাকিয়া এই রূপ গান করিতে লাগিল । r নদীর স্ফটিক জল ষাত্রিসাত্ত্বনাতে । অতি মৃদু বেগে ৰহে পথের পার্শ্বেতে ॥ তৃণেতে ভূষিত মাঠ সৌরভ নিকরে। নানাবিধ সুখদানে যাত্রি তৃপ্তি করে । এ বৃক্ষের ফলপত্র উত্তম কেমন । আস্বাদন করি তাহ জানে ষেই জন ॥ আপন সৰ্ব্বস্ব সেই বিক্রয় করিয়া । শীঘ্র এই ক্ষেত্র ক্রয় করিবে আসিয়া। অবশেষে তাহারা অার এক বার সেই স্থানে ভোজন পানাদি করিয়া অগ্রসর হইতে প্রবৃত্ত হইল, যেহেতুক তাহাদের পথ সমাপ্ত হয় নাই । , অপর আমি স্বপ্নে দেখিলাম, তাহারা তথাছইতে অলপ