পাতা:যাত্রিকের গতি.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● ●& ৰিপথগামি যাত্রিদেয় আশঙ্কা । পথে আছি, ইহা নিশ্চয় জানিবা । পরে সে ব্যক্তি অগ্রে ও তাছার পশ্চাৎ চন্ধিক্তে ২ আজিম্বন্ধে রাত্রি উপস্থিত হইলে অতিশয় নিবিড় অন্ধকার ছইল, তাছাতে পশ্চাদামি লোকের অগ্রগামি ব্যক্তিকে আর দেখিতে পাইল না। সেই ঘোরতর অন্ধকার প্রযুক্ত * ব্যর্থসাহস নামে ঐ অগ্রগামি ব্যক্তি সম্মুখস্থ পথ দেখিতে ন পাওয়াতে একটা গভীর গর্তে পড়িল । ঐ প্রকার ব্যর্থসাহস মুখদিগকে ইরিবার নিমিত্তে ঐ ভূমির অধিকারী সেই গৰ্ত্ত করিয়াছিল। অপর • খ্ৰীষ্টীয়ান ও • আশাবান উভয়ে ঐ ব্যক্তির পতনের শব্দ শুনিয়। ডাকিয়া জিজ্ঞাসা করিল, কি হে ? কি ছে? পড়িয়াছ না কি ? ইহা জিজ্ঞাসা করিলেও কোন উত্তর না পাইয়া কেবল কোকানি শব্দ শুনিতে পাইল । অতএব - আশাবান - খ্ৰীষ্টীয়ানকে জিজ্ঞাসা করিল, হে প্রিয় ভ্রাতঃ, এখন আমরা কোথায় আছি ? তখন - খ্ৰীষ্টীয়ান নিরুত্তর হইয়া, আমার সঙ্গিকে বিপথে আনিয়াছি, ইহা ভাবিতে লাগিল । এমন সময়ে অকস্মাৎ অতিশয় ঝড় বৃষ্টি মেঘগর্জন ইত্যাদি হওয়াতে বন্য হইতে লাগিল । তাহাতে * অাশাবান কাতরোক্তি করিয়া কহিল, হায় ২ অামি কেন সেই পথে থাকিলাম না !

  • খ্ৰীষ্টীয়ান কহিল, ভাই, এমন কে জানে যে এই পথে । আসিয়া আমরা পখবহির্ভূত হইব । 尊

তাহাতে • আশাবান কহিল, প্রথমাবধি আমার এমন আশঙ্কা ছিল ; এই ভাবে অাগে তোমাকে যৎকিঞ্চিৎ চেতনা দিয়াছিলাম । এবং স্পষ্ট রূপে নিষেধ করিতে আমার বাঞ্ছা ছিল বটে, কিন্তু তুমি আমার জ্যেষ্ঠ, এই জন্যে ক্ষান্ত রছিলাম । * , . . . . - তাহাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, হে প্রিয়তম ভাই, জামি o না ব্লবিয়া তোমাকে পথবহির্ভূত করিয়া এমন অপদের