পাতা:যাত্রিকের গতি.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१ ধ্ব • স্যনগর হইতে প্রস্থান । তোমাদিগের নিতান্ত মঙ্গলেছুক ; কিন্তু আমার পৃষ্ঠেতে এই যে গুরুতর বোঝা দেখিতেছ, ইহাদ্বারাই অামি আiপনার বিনাশ আপনি উপস্তিত করিলাম । দেখ, স্বর্গহইতে নির্গত অগ্নিদ্বারা আমাদিগের এই নগর ভস্ম হইবে, ইহার নিশ্চয় সংবাদ পাইয়াছি । অতএব এই মহাবিপদহইতে রক্ষা পাইবার কিছুই ভরসা দেখি না। যদি আমি দের উদ্ধারের কোন পথ না পাওয়া যায়, তবে ঐ ভয়ানক অগ্নিতে প্রিয়তম বালক যে তোমরা আর প্রিয়তম স্ত্রী যে তুমি, তোমাদের সহিত আমার প্রাণ ত্যাগ করিতে হইবে । এই রূপ কথোপকথন নিন্তর ঐ কথা পরম্পরায় প্রকাশ হওয়াতে তাহার কুটুম্ববর্গ শুনিয়া বিপরীত বিবেচনাতে বড় চমৎকৃত হইল, কেনন। তাহার ঐ সকল কথা যে সত্য, তাহ বিবেচনা না করিয়া বায়ুজন্য এরূপ ঘটিয়াছে ইহাই বোধ করিল। অতএব অাগামি রাত্রিতে নিদ্রা হইলেই ভাল হইতে পারে, ই চ। বিবেচনা করিয়া রাত্রিতে তাচ কে শাস্ত্র ২ শয়ন কর। ইল ; কিন্তু ত{হার নিদ্রার প্রসঙ্গ ও হইল না, বিশেষতঃ সে দিবসের অপেক্ষাও অধিক ব্যাকুল হইয়া সমস্ত রাত্রি ক্ৰন্দন করিল । পরে প্রভাত হইলে সে রাত্রিতে কি প্রকার ছিল, ইহ জানিবার জন্যে কুটুম্ববৰ্গ জিজ্ঞাসা করিলে সে কহিল, আমি বরং পুৰ্ব্ব অপেক্ষাও অধিক উদ্বিগ্ন অাছি ; এ কথা কহিয়া সে ত হাদের সক্তিত কথোপকথন করিতে লাগিল । কিন্তু তাহারা বিবেচনা করিল, ইহঁর ভয় প্রদর্শক বায়ুরে্গ জন্মিয়াছে, ইহাতে নিষ্ঠুরাচরণ করিলেই সারিতে পারে । এই বোধ করিয়া কখন ১ তাহাকে বিদ্রুপ করে, ও কখন ২ বিনয়ও করে, এবং কখন ২ তুচ্ছ তাচ্ছীল করিয়া তাঙ্গার দিগে ফিরিয়াও দেখে না। এই রূপ আচরণ করাতে সে কটম্ববর্গের নি