পাতা:যাত্রিকের গতি.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃত পথের অন্বেষণ । > や○ মধ্যে আনয়ন করিয়াছি, ইহাতে আমার খেদ হইতেছে। বিনয় করি, আমার এই দোষ ক্ষমা কর, যেহেতুক আমি তোমার মন্দ ভাবিয়া ইহা কখন করি নাই ।

  • আশাবান কহিল, হে ভ্রাতঃ, শান্ত হও, আমি তোমাকে ক্ষমা করিলাম। আর এ বিপদহইতে আমাদের মঙ্গল হইবে, ইহা নিশ্চয় জানি ।
  • খ্ৰীষ্টীয়ান কহিল, এমন ক্ষমাশীল ভ্রাতার সহিত মিলনেতে আমার বড় আহলাদ হয় । যাহা হউক, এই ক্ষণে আমাদের এ স্থানে দাড়াইয়া থাকা অনুচিত। চল, আমরা ফিরিয়া যাইতে চেষ্টা করি ।

তাহাতে * অাশাবান কহিল, হে প্রিয় ভ্রাতঃ, তবে আমাকে অগ্ৰে যাইতে দেও।

  • খ্ৰীষ্টায়ান কহিল, না, আমি অগ্রে যাই, কেননা আমার দোষের নিমিত্তে আমরা পথবহির্ভূত হইয়াছি; অতএব সম্মুখে যদি কোন আপদ থাকে, তবে সে আমাকে ধরিবে । - তাহাতে • আশাবান কহিল, না, তুমি অগ্রে গেলে ভাল হইবে না, কেননা তোমার মন অতি ব্যাকুল, পাছে পুনৰ্ব্বার পথ হারাও । এই রূপ কথোপকথন হইতেছিল, ইতিমধ্যে তাহারা অকস্মাৎ এই বাণী শুনিতে পাইল, যে রাজপথে তুমি গমন করিয়াছিল, তাছাতে মনোযোগ করিয়া ফির !” কিন্তু সেই সময়ে বন্যার জল অতিশয় বৃদ্ধি পাওয়াতে পথ দুর্গম হইয়াছিল। তাহাতে আমি ভাবিলাম, পথ হারাণ সহজ বটে, কিন্তু পথ হারাইয়া পুনৰ্ব্বার পাওয়া বড় কঠিন। সে যাহা হউক, তাহার ফিরিয়া যাইতে স্থির করিল ; কিন্তু একে ঘোর অন্ধকার , তাহাতে ভয়ানক বন্যা হওয়াতে তাহারা প্রায় বার দশেক হাবুডুবু খাইতে লাগিল। . . . . , or