পাতা:যাত্রিকের গতি.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাশাভঙ্গের কুপরামর্শ। ) ●● সেই আশাভঙ্গের শঙ্কা নামী ভাৰ্য্যা ছিল। অতএব সেই দিনে সে যে কৰ্ম্ম করিয়াছিল, তাহা শয়নকালে তাহাকে কহিল ; বিশেষতঃ দুই জন বন্দিকে ভূমি লঙ্ঘন দোষে দোষী করিয়া অাপন কারাগারে বদ্ধ করিয়া রাখিয়াছে, তাহা তাহাকে জানাইয়া জিজ্ঞাসা করিল, তাহাদিগের সহিত আমার কি ব্যবহার করা কর্তব্য ? তখন তাহার স্ত্রী জিজ্ঞাসিল, তাহার কে ? কোথাহইতে আসিয়াছে ? এবং কোথাই বা যাইতেছে ? তাছাতে সে বৃত্তান্ত ভাঙ্গিয়া কহিলে পর ঐ স্ত্রী তাছাকে এই পরামর্শ দিল ; কল্য প্রাতঃকালে তুমি উঠিয় তাহাদিগকে নিষ্ঠুর রূপে প্রহার করিব। অতএব পরদিন প্রভাত হইলে ঐ বৃহৎকায় গাত্ৰোখান পুৰ্ব্বক একটা বড় লাঠি লইয়া কারাগারে গমন করিয়া, যাত্রিরা ভাল মন্দ কোন কথা না কহি• লেও তাহাদিগকে কুকুরের মত গালি দিয়া এমন মিৰ্জ্জয়রূপে প্রহার করিল, যে তাহারা উঠিয়া কোন কৰ্ম্ম করা দূরে থাকুক, মাৰিয়াতে আপন ২ পার্শ্ব ফিরাইতেও অসমর্থ হইল। পরে সে তাহাদিগকে বিলাপ ও হাহাকার করিতে রাখিয়া স্বস্থানে প্রস্থান করিল। অতএব তাহারা প্রহারের যন্ত্রণাতে রোদন ও কাভরোক্তি করিয়া সমস্ত দিন কাটাইলে পরে দ্বিতীয় রাত্রিতে ঐ স্ত্রী স্বামির সঙ্গে তাছাদের বিষয়ে কথাবার্তা করিয়া, তাহারা তখনও বাচিয়া অাছে, ইহা জ্ঞাত হইয়া স্বামিকে এই মন্ত্রণা দিল, তাহারা যেন আত্মঘাতী হয়, এমন পরামর্শ তাহাদিগকে দেও। তাহাতে প্রভাত হইলে ঐ বৃহৎকায় তাহাদের নিকটে উপস্থিত হইয়া পুর্বের মত অতি কটু কাটব্য কথা কছিল, এবং তাছারা পুৰ্ব্বদিবসের প্রহারেড়ে অত্যন্ত ব্যথিত হইয়াছে, ইহা দেখিয়া তাহাদিগকে কহিল, তোমাদিগের এই কারাকুপহইতে নির্গত হইবার