পাতা:যাত্রিকের গতি.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> а о কারাগৃহের চাবি। দেখ, ঐ দুই জনের বিষয়ে আমার বড় আশ্চৰ্য্য বোধ হয়, কেননা আমি প্রহারম্বারা কি পরামর্শদ্বারা, কিছুতেই তাহাদিগের শেষ করিতে পারিলাম না । এই কথা শুনিয়া তাহার স্ত্রী কহিল, আমার বোধ হয় তাহাদের এমত কোন ভরসা আছে যে কেহ তাহাদিগকে মুক্ত করিতে আসিবে; কিম্বা তাল ভাজিয়া পলাইতে পারে, এমন শলাক তাহাদের কাছে থাকিতে পারে । তাহাতে ঐ বীর কহিল, হে কাস্তে, কহ কি ! তবে প্রভাত হইলে অামি যাইয়া তাহাদের গাত্রের সর্বত্র অন্বেষণ করিব । ইতিমধ্যে বন্দি লোকেরা শনিবারের মধ্যরাত্রি সময়ে প্রার্থনা আরম্ভ করিয়া প্রায় সমস্ত রাত্রি প্রার্থনা করিল। প্রভাতের কিঞ্চিৎ পুৰ্ব্বে • গ্ৰীষ্টীয়ান সচৈতন্য হইয়। অকস্মাৎ এই কথা কহিয়া উঠিল, হো হো, আমি কেমন অজ্ঞান ! ইহাহইতে আমি স্বচ্ছন্দে মুক্ত হইতে পারি, তবে কেন এই দুর্গন্ধি কারাগারে বদ্ধ থাকি ? অামার বক্ষঃস্থলে * অঙ্গীকার নামে এক চাবি আছে ; আর আমি জানি, তদ্বারা এই * সংশয়দুর্গের তাবৎ তালা খুলিতে পারিব । এ কথা শুনিয়া * অাশাবান কহিল, এ বড় মঙ্গল সমাচার, ভবে ও হে ভাই, বক্ষঃস্থলহইতে সেই চাৰি বাহির করিয়া স্বার খুলিতে পার কি না তাহ দেখ। `७-9T्ट् BCNC) • খ্রীষ্টীয়ান চাবি বাহির করিয়া কারাগারের দ্বার খুলিতে প্রবৃত্ত হইল। সেই চাবির এমনি গুণ ছিল যে তাহা সুরাইবামাত্র প্রথম দ্বার স্বচ্ছন্দে আপনা আপনি খুলিয়া গেল। এই রূপে তাহার কারাকুপহইতে বাহির হইয়া প্রাক্ষণের দ্বারে গেলে তাহাও সেই চাবিতে খোলা গেল । শেষে লৌহ নিৰ্ম্মিত বহিৰ্দ্ধারের নিকটে গিয়া উপস্থিত হইল, কিন্তু সে দ্বার অতি কঠিন হওয়াস্তুে, কষ্টে খুলিয়া গেল। অতএব তাহার শীঘ্ৰ পলা