পাতা:যাত্রিকের গতি.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কারাহইতে যাত্রিদের মুক্তি । * * > ইবার জন্যে কপাটে হাত দিয়া ঠেলিলে এমত কেড় কেড়িয়া শব্দ হইয়া উঠিল যে ঐ বৃহৎকায় - আশাভঙ্গ জাগৃত হইয়া বন্দিদের পশ্চাৎ ২ দৌড়িতে লাগিল ; কিন্তু তখন অপম্মার রোগেতে তাহার অঙ্গ অবশ হওয়াতে সে অধিক দূর যাইতে পারিল না। অতএব তাহার। অগ্রসর হইয়া সেই দুরস্তের অধিকার ছাড়াইয়া রাজপথে উপস্থিত হইয়া নিষ্কন্টকে রহিল । মাঠদ্বারের শিড়ি পার হইলে পর, যে সকল যাত্রির। পশ্চাৎ আসিতেছে এবং আসিবে, তাহাদের যাহাতে ঐ দুরাত্মা * অাশাভঙ্গের হস্তে পতন না হয়, এমন উপায় চিন্তা করিয়া তাহারা সেই স্থানে একটি স্তম্ভ স্থাপন করিয়৷ তদুপরি এই কথা লিখিল, যথা, “ এই শিড়ি দিয়া * সংশয়ছুগে যাওয়া যায়, তাহার অধিকারী * আশাভঙ্গ নামক যে বৃহৎকায়, সে স্বৰ্গীয় রাজাকে তুচ্ছ করে, এবং তাহার অনুগত যাত্রিদিগের বিনাশ করে।” অতএব পশ্চাৎ অাগত যাত্রিদের মধ্যে অনেকে ঐ লিপি পাঠ করিয়া সে আপদ এড়াইয়াছে। পরে তাহারা এই রূপ গান করিতে লাগিল । আপনার পথ বহির্ভূত হওনেতে । লঙ্ঘিয়া অন্যের অধিকারে যাওনেতে ॥ কতো দুঃখ এ বিষয়ে তাহা ভাল রূপে । বিজ্ঞাত হৈলাম বদ্ধ হয়্য। কারাকুপে ৷ আমাদের পিছে আসিতেছে যাত্রী যারা । এ বিষয়ে সাবধান হউক সবে তারা ॥ আমা দুই জন সম সেই সভাকারে । অসাবধানত পাছে বিপদগ্রস্ত করে। সংশয়ছুগেতে যেই ব্যক্তি বাস করে। আশাভঙ্গ নাম সেই বৃহৎকায় ধরে ॥ o 2