পাতা:যাত্রিকের গতি.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

% ጫ 8 ভুম পৰ্ব্বত । নাদের কুটীরেতে তাহাদিগকে লইয়া গিয়া যথা প্রস্তুত দ্রব্যাদিদ্বারা পরিতোষ ভোজন করাইল, এবং কছিল, বিনয় করি, অামাদের সহিত আলাপের নিমিত্তে, এবং এই পৰ্ব্বতে যে ২ উত্তম দ্রব্য আছে তাহাদ্বারা সাত্মন পাইবার নিমিত্তে তোমরা এই স্থানে কিছু দিন থাক । তাহাতে যাত্রিরা কহিল, ভাল, আমরা সম্মত আছি। এই রূপ কথোপকথন করিতে ২ শেষবেলা হওয়াতে তাহারা সেই স্থানে শয়ন করিল। পরে আমি স্বপ্নেতে দেখিলাম যেন রাত্রি প্রভাত হইলে ঐ মেষপালকেরা - খ্ৰীষ্টীয়ানকে ও • আশাবানকে জাগাইয়া ঐ পৰ্ব্বতের চারি দিক দেখাইবার নিমিত্তে তাহাদিগকে বেড়াইতে লইয়া গেল। তাহাতে ঐ পৰ্ব্বতের চভূস্পার্শ্ব অতি মনোহর সুদৃশ্য প্রযুক্ত যাত্রির তাহাদের সহিত অনেক ক্ষণ পর্যন্ত সুখে বেড়াইতে লাগিল। পরে মেষপালকের ঐ যাত্রিদিগকে কোন ২ আশ্চর্য বিষয় দেখাইবার পরামর্শ পরস্পর স্থির করিয়া প্রথমতঃ * ভ্রম নামক একটা পৰ্ব্বতের শৃঙ্গে তাহাদিগকে লইয়া গিয়া অধোদৃষ্টি করিতে কহিল । তাহাতে তাহারা নীচের দিগে দৃষ্টিপাত করিয়া দেখিল, পৰ্ব্বতের চূড়াহইতে পতিত কতক ব্যক্তিদের চূণীভূত শব পৰ্ব্বতের তলে পড়িয়া আছে। তাহ দেখিয়া - খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসা করিল, ইছার ভাব কি ? তাহাতে মেষপালকেরা কছিল. শরীরের পুনরুত্থান বিষয়ে - হুমিনায় ও • ফিলীত নামকের মিথ্যা বাক্যেতে যাহারা ভ্ৰান্ত হইয়াছিল, তাহাদের বিষয় কি তোমরা শুন নাই ? তাছাতে তাহারা কহিল, ই1, শুনিয়াছি। তখন মেষপালকের কহিল, তবে এই পৰ্ব্বতের তলে যাহাদের চূর্ণভূত শৰ দেখিতেছ ইহারাই সেই লোক জানিবা । কেহ যেন অধিক উচ্চ স্থানে উঠিয়৷