পাতা:যাত্রিকের গতি.djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবরস্থানে অন্ধদের ভুমণ । ’ ", 4 & এই পৰ্ব্বতের ধারে না যায়, এই নিমিত্তে তাহারা আজি পর্যন্ত কবর না পাইয়া দৃষ্টান্তস্বরূপ হইয়া রহিয়াছে। অপর মেষপালকেরা সে স্থান হইতে * সাবধান নামে অন্য এক পৰ্ব্বতের শিখরে তাহাদিগকে লইয়া গিয়া দূর দৃষ্টি করিতে কহিল। তাহাতে তাহারা দৃষ্টি করিয়া অনুমান করিল, যেন বহু দূরে একটা কবরস্থানের মধ্যে কতক গুলীন লোক ঘুরিয়া ২ বেড়াইতেছে ; আর তাহাদিগকে দেখিয়া অনুমান করিল, যে তাহারা সকলেই অন্ধ ; কেননা তাহারা ঐ সকল কবরের উপরে বেড়াইতে ২ কখন ২ উছোট খাইতেছে, তাহা কেবল নয়, সেই স্থান হইতে নির্গমনের পথও পাইতেছে না। তাহা দেখিয়া - খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, ইহার অভিপ্রায় কি ? তাহাতে মেষপালকেরা উত্তর করিল, এই পৰ্ব্বতের তলে পথের বাম পাশ্বে মাঠে যাইবার জন্যে যে ক্ষুদ্র শিড়ি অাছে, তাহ কি তোমরা দেখ নাই ? তাহাতে তাহারা কহিল, হুঁ, দেখিয়াছি । তখন মেষপালকের। কহিল, ঐ শিড়িহইতে বৃহৎকায় - অাশাভঙ্গের • সংশয় নামক গড়েতে সদ্যঃ ৰাওয়া যায়, এমন একটি পথ ঐ মাঠ দিয়া অাছে। ইহা বলিয়া তাহারা ਬੀ দিয়া দেখাইয়া কহিল, কবরমধ্যে ভ্ৰমণকারি ঐ লোকেরা পুৰ্ব্বে তোমাদের মত যাত্রিক হওয়াতে যখন ঐ দ্বারের নিকটে উপস্থিত হইল, তখন সেই স্থানে প্রকৃত পথকে উচ্চনীচ দেখিয়া তাহা ছাড়িয়া ঐ মাঠে গমন করিল, তাহাতে সেই বৃহৎকায় - আশাভঙ্গ তাহাদিগকে ধরিয়া • সংশয় নামক গড়েতে লইয়া গেল ; সেই স্থানে কিছু কাল তাহাদিগকে কারাবদ্ধ রাখিয়া অবশেষে তাহাদিগের চক্ষু উৎপাটন করিয়া ঐ কবরস্থানে লইয়া গিয়া ছাড়িয়া দিল ; তদবধি তাহারা সেই স্থানে মুরিয়া বে