পাতা:যাত্রিকের গতি.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ মঙ্গল ব্যঞ্জক । নছি, তবে বিচারে এবং বিচারস্থান হইতে দগুস্ত নে ষাইতেও প্রস্তুত নহি ; অতএব এই সকলের নিমিত্তে ভীত হইয়। অামি রোদন করিতেছি। তখন * মঙ্গলব্য ধ্রুক কহিল, তোমার দশা যদি এমন হইয়াছে, তবে তুমি কি জন্যে এখানে দাড়াইয়া আছ ? সে কহিল, হে মহাশয়, আমি কোথায় যাইব ? তাহার কিছু স্থির করিতে না পারিয়া এখানে আছি। এমন হইলে *মঙ্গলব্যঞ্জক ‘ আগামি ক্রোধহইতে পলায়ন কর, এই কথা সম্বলিত এক খানি পত্র তাহাকে দিল । অপর সে ঐ পত্র পাঠ করিয়া অত্যন্ত ব্যাকুলচিত্তে * মঙ্গলব্যঞ্জকের প্রতি স্থির দৃষ্টি করিয়া অতি যত্ন পুৰ্ব্বক জিজ্ঞাসা করিল, হে মহাশয়, আমি কোন দিগে পলায়ন করিব ? তখন "মঙ্গলব্যঞ্জক এক বৃহৎ মাঠের দিগে অঙ্গুলি দিয়া জিজ্ঞাসিল, ঐ দ্বার দেখিতে পাইতেছ কি না ? তখন সে কহিল, না। তাছাতে মঙ্গলব্যঞ্জক পুনৰ্ব্বার কছিল, ঐ জাজ্বল্যমান আলো দেখিতে পাও কি না ? তাছাতে সে বলিল, হুঁ, বুঝি কিছু দেখিতে পাই । তখন * মঙ্গলব্যঞ্ছক কহিল, ঐ আলোর প্রতি দৃষ্টি রাখিয়া বেগে গমন কর ; পরে ঐ স্থানে পৌছিলে যে দ্বার দেখিতে পাইবা, সেই দ্বারে ঘা মারিলে তোমার কৰ্ত্তব্য যে কিছু সকলি কহ। যাইবে। ২ অধ্যায়। অপর মঙ্গলব্যঞ্জকের ঐ কথাতে নির্ভর দিয়া সে অত্যন্ত বেগে দোঁড়িতে লাগিল । নিজ বাটীহইতে কিছু দূর পর্য্যন্ত গমন করিলে পরে তাহার স্ত্রীপুত্ৰাদি পরিবারের ঐ সমাচার পাইয় তাহাকে ফিরাইবার জন্যে তাহার