পাতা:যাত্রিকের গতি.djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুবাণ দিয়া স্বৰ্গপুর নিরীক্ষণ । * * * মেষপালকের কহিল, কেহ ২ অধিক দূর, কেহ ২ বা কেবল এই পৰ্ব্বত পৰ্য্যস্ত আসিয়াছিল । তখন যাত্রিরা পরস্পর কছিল, শক্তিমানের নিকটে শক্তি প্রার্থনা করা অামাদের নিতান্ত কৰ্ত্তব্য। তাহাতে মেষপালকেরা কহিল, ইল, কর্তব্য বটে ; এবং শক্তি প্রাপ্ত হইলে তাহ ব্যবহার করাও তোমাদের কর্তব্য। এই রূপে যাত্রিরা সে স্থানে কিছু দিন থাকিয়া শেষে পুনৰ্ব্বার অগ্রসর হইতে বাঞ্ছা করাতে মেষপালকেরাও তাহাতে সম্মত হইল ; অতএব তাহারা ঐ পৰ্ব্বতশ্রেণীর প্রান্তভাগ পর্য্যন্ত তাহাদিগের আগবাড়ান গেল । তখন মেষপালকেরা পরস্পর কহিল, এই যাত্রিরা যদি আমাদের দুৰ্ব্বাণ দিয়া দেখিতে পারক হয়, তবে অাইস, আমরা এই স্থান হইতে ইহাদিগকে স্বৰ্গদ্বার দেখাই। তাছাতে যাত্রিরা অতি প্রীতি পুৰ্ব্বক সম্মত হইলে মেষপালকেরা * নিৰ্ম্মল নামে এক পৰ্ব্বতশৃঙ্গে তাহাদিগকে লইয়া গিয়া দেখাইবার নিমিত্তে তাছাদের হাতে দুৰ্ব্বীণ দিল । তখন ঐ যাত্রিরা দুৰ্ব্বাণ দিয়া দর্শন করিতে লাগিল, কিন্তু মেষপালকের ঐ ভ্রমণকারি লোকদের বিষয়ে যাহা কহিয়াছিল তাহা মনে পড়াতে ভয়েতে তাছাদের হাত থর ২ করিয়া কাপিতে লাগিল ; অতএব তাহারা স্থির হইয়৷ বিলক্ষণ রূপে দেখিতে পারিল না ; তথাপি অনুমান করিল, হাঁ, স্বৰ্গদ্বারের এবং ঐ স্থানের সৌন্দর্য্যের ন্যায় কিছু ২ দেখিতেছি। পরে তাহার। প্রস্থান কালে এই শ্লোক গান করিতে ২ চলিল, যে বিষয় অন্য জন হৈতে গুপ্ত রয় । মেষপালকেরা সেই জানায় বিষয় ॥ গভীর নিগুঢ় বাক্যে মার আছে মন । নিকটে রাখালদের অাসক সে জন ॥