পাতা:যাত্রিকের গতি.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

› ዓb” রমণীয় পৰ্ব্ব গুহইতে প্রস্থান । অনন্তর যাত্রির প্রস্থান করিতে উদ্যত হইলে মেষপালকদের মধ্যে এক জন পথকৃত্তান্তের এক পত্র তাহাদিগকে দিল ; আর এক জন কহিল, * অন্তাবকহইতে সৰ্ব্বদা সাবধান থাকিও ; এবং তৃতীয় ব্যক্তি কহিল, “ মোহ ভূমিতে নিদ্রা যাইও না; তম্ভিন্ন চতুর্থ ব্যক্তি কহিল, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। এই রূপ দেখিতে ২ নিদ্রাভঙ্গ হইলে আমি জাগৃত হইলাম । ১৭ অধ্যায় । অনন্তর আমি পুনৰ্ব্বার নিদ্রাগত হইয়া স্বপ্ন দেখিতে লাগিলাম, যেন ঐ দুই যাত্রি লোক পৰ্ব্বতাবরোহণ পুৰ্ব্বক রাজপথ দিয়া ক্রমে ২ রাজধানীর প্রতি গমন করিতে লাগিল। ঐ পৰ্ব্বতের তলের অনতিদূরে বাম পার্শ্বে দৰ্প নামক এক দেশ আছে; সেই দেশহইতে একটি বক্র পথ আসিয়া রাজপথের সহিত মিলে । অতএব তৎকালে সেই দেশহইতে আগত অজ্ঞান নামে এক যুবার সহিত যাত্রিদের সাক্ষাৎ হইলে খ্ৰীষ্টীয়ান তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি কোন দেশহইতে আসিয়াছ ? এবং কোথায় যাইবা? তাহাতে ঐ * অজ্ঞান কহিল, হে মহাশয়, এই বাম হাতে কিঞ্চিদূরে * দৰ্প নামক যে দেশ তাহ আমার জন্মস্থান ; আমি স্বগীয় রাজধানীতে যাইতেছি । তখন “ শ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, তুমি কি প্রকারে সেই রাজধানীর দ্বারে প্রবিষ্ট হইবা ? কি জানি সেই স্থানে বাধা পাইবা । তাহাতে * অজ্ঞান কহিল, কেন ? অন্যান্য ভদ্র লোক যেমন করিয়া প্রবিষ্ট হয়, আমিও তেমনি করিয়। যাইব।

  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, ভাল, সেই দ্বারে তুমি এমন