পাতা:যাত্রিকের গতি.djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজ্ঞানের সহিত কথোপকথন । ` ዓ : কি পত্র দেখাইতে পারিবা, যে তাহাতে তোমার প্রতি সেই দ্বার খোলা যাইবে ? তাহাতে * অজ্ঞান কহিল, আমার প্রভুর অভীষ্ট আমি জ্ঞতু আছি, এবং নানা প্রকার সদাচরণ করিয়াছি ; তদ্ভিক্ষ যাহার যাহা পাওনা, তাহাকে তাহা দিয়া থাকি ; এবং উপবাস ও প্রার্থনা করিয়া থাকি ; বিশেষতঃ আমি দানশীল, সকল সামগ্রীর দশমাংশ বিতরণ করিয়া থাকি ; তদ্ভিন্ন যে স্থানে যাইতেছি, তাহার নিমিত্তে আপন দেশও পরিত্যাগ করিয়াছি । তাহাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, ভাল, তুমি আপনার বিষয়ে যেমন জ্ঞান কর তাহা কর, কিন্তু এই পথের প্রথমেতে যে ক্ষুদ্র দ্বার অাছে তাহ দিয়া প্রবেশ না করিয়া ঐ বক্র উপপথ দিয়া এ স্থানে আসিয়াছ ; ইহাতে এই আশঙ্কা হইতেছে, যে বিচারদিন উপস্থিত হইলে ঐ রাজধানীতে তোমার প্রবিষ্ট হওয়া দূরে থাকুক, বরং তুমি চোর এবং দ্যুরূপে গণ্য হইব। তাহাতে • অজ্ঞান উত্তর করিল, হে মহাশয়েরা, তোমরা অামার অপরিচিত লোক, তোমাদিগকে আমি চিনি না । তোমাদের দেশীয় ধৰ্ম্মাচারে চলিতে যেমন তোমরা সন্তুষ্ট হও, আমিও তেমনি আমার দেশীয় ধৰ্ম্মাচরণে চলিব । বোধ হয়, তাহাতেই মঙ্গল হইবে । তুমি যে ক্ষুদ্র দ্বারের বিষয় কহিতেছ, তাছা আমাদের দেশহইতে বহু দূর, ইহা জগৎশুদ্ধ লোকে জানে ; আমার বোধ হয় আমাদের দেশস্থ লোকদের মধ্যে এক জনও সেই দ্বারের পথ জানে না । ইহাতে ক্ষতি কি ? কেননা দেখ, অতি রমণীয় শ্যামবর্ণ ঐ উপপথ আমাদের দেশহইতে এ রাজপথে আসিয়া মিলিয়াছে । এ রূপ কথাদ্বারা যখন * খীষ্টীয়ান দেখিল, এ ব্যক্তির