পাতা:যাত্রিকের গতি.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষুদ্রবিশ্বাসের ইতিহাস। ১৮ ৯ লাগিল । বিশেষতঃ * খ্ৰীষ্টীয়ান ফিরিয়া তাহার মুখাবলোকন করিল ; কিন্তু সে ব্যক্তি শজুহন্তে ধরা পড়াতে চোরের মত মস্তক হেঁট করিয়া যাইতেছিল, এ কারণ ভাল রূপে তাহার মুখ দেখিতে পাইল না; তথাচ সে ব্যক্তি যে * ধৰ্ম্মভ্রংশ নগরনিবাসী * পরাভূখ নাম লোক, এমন অনুমান করিল। পরে ঐ ভূতেরা কিঞ্চিৎ দূরে চলিয়। গেলে পর * অাশাবান তখনও অবলোকন করাতে ঐ বদ্ধ লোকের পৃষ্ঠেতে সুখাভিলাষী ঈশ্বরসেবক এবং সৰ্ব্বনাশের যোগ্য ধৰ্ম্মত্যাগী, এই ২ বাক্য লিখিত এক খানি কাগজ দেখিতে পাইল । তখন * খ্ৰীষ্টীয়ান আপন সঙ্গিকে কহিল, এই স্থানের নিকটে কোন ভদ্র লোকের প্রতি যাহা ঘটিয়াছিল, তাহার পুৰ্ব্বে শ্রুত বিবরণ এখন আমার মনে পড়িল, বলি শুন । সে ব্যক্তি সারল্য নামক নগরে বাস করিত, তাছার নাম • ক্ষুদ্রার্কাস, কিন্তু সে ভাল মানুষ, এবং আমাদের মত এই যাত্রায় যাত্রিক হইয়াছিল। তাহার কথা বিস্তার করিয়া কহি, শুন। এই উপপথের মুখেতে * প্রশস্তপথদ্বার নামে একটি স্থান আছে, তাহাহইত্তে ক্ষুদ্র একটি পথ আসিয় রাজপথের সহিত মিলে ; তাহার মধ্যে বহু লোকের অপমৃত্যু হয়, এপ্রযুক্ত সে * প্ৰেতবৰ্ম্ম নামে প্রসিদ্ধ হইয়াছে। এক দিন সেই • ক্ষুদ্রবিশ্বাস পথ শ্রান্তি প্রযুক্ত সেই স্থানে বসিয়া অকস্মাৎ নিদ্রাগত হইল। এমন সময়ে অতি বলবান দসু্যরা, অর্থাৎ • ক্ষুণ্ণমতি ও * সন্দেহ শুs*:অপরাধ নামে তিন জন সহোদর • প্রশস্তপথদ্বার নামৰ স্থানহইতে ঐ ক্ষুদ্র পথ দিয়া জাসিতে ২ পখি মধ্যে ঐ * কুদ্রবিশ্বাসকে দেখিয়া বেগেতে তাছার নিকটে উপস্থিত হইল। ঐ ভদ্র লোক তৎকালে হঠাৎ জাগ্রৎ হইয়া প্রস্থান করিবার উদ্যোগ