পাতা:যাত্রিকের গতি.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉b** ক্ষুদ্রবিশ্বাসের ইতিহাস । করিতেছিল ; কিন্তু ঐ দসু্যরা সকলে একেবারে অতি কটু কাটব্য পুৰ্ব্বক কহিল, ওরে দাড়া। তাছা শুনিয়া ঐ ভাল মানুষের মুখ শুকাইয়া একেবারে বস্ত্রের ন্যায় শুক্লবৰ্ণ হইল, আর সে এমনি ভীত হইল ষে তাছাদের সহিত যুদ্ধ কিম্বা পলায়ন ইহার কিছুই করিতে ন পারিয়া স্তব্ধ হইয়া থাকিল। তখন “ ক্ষুন্নমতি কহিল, ওরে, তোর গেঁজিয়া দে । কিন্তু সে আপন টাকা দিতে অসম্মত প্রযুক্ত বিলম্ব করাতে • সন্দেহ তাহার নিকটে আসিয়৷ তাহার কোমরহইতে টাকা পুর্ণ থলী কাড়িয়া লইল । তখন সে চোর ২ বলিয়া মহাজনরব করাতে * অপরাধ নামক তৃতীয় ব্যক্তি একটা বৃহৎ লাঠী হস্তে করিয়া তাহার মস্তকে এমনি আঘাত করিল, যে তাহাতে সে একেবারে ভূমিতে লুটিয়া পড়িল, এবং তাছার মস্তকহইতে রক্তস্রাব হইলে ক্রমেতে সুে- মৃতকম্প হইল । ঐ চোরেরা আর কিঞ্চিৎ কাল তাহার নিকটে দাড়াইয়া রহিল, কিন্তু পরে * উত্তমাশ্বাস নামক নগরনিবাসী * মহানুগ্রহ নামে ব্যক্তি ঐ পথে আসিতেছে, ইহা শুনিয়া তাহারা ঐ ভদ্র লোককে এই রূপ দুৰ্দ্দশায় কেলিয়। পলায়ন করিল। অতএব কিঞ্চিৎ পরে ঐ • ক্ষুদ্রবিশ্বাস সচৈতন্য হইয়া অম্পে ২ খুঁড়িয়া আপন পথে যাইতে লাগিল ।

  • ক্ষুদ্রবিশ্বাসের এই বৃত্তান্ত সমাপ্ত হইলে “ আশাবান জিজ্ঞাসা করিল, ঐ চোরের কি তাছার সর্বস্বই লুটিয়া লইয়াছিল ?

তাহাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, না, কেবল তাহার নগৎ টাকা লইয়াছিল, কিন্তু বিশেষ খলিয়াতে তাহার যে সকল রত্ন ছিল, তাহা কাড়িয়া লয় নাই। সে যাক হউক, তাঙ্গার টাকা চুরী যাওয়াতে সে বড় দুঃখী হইয়াছিল ; কারণ তাকার যে কএকটি মুদ্র অবশিষ্ট রছিল, সে অতি