পাতা:যাত্রিকের গতি.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দসু্যগণের ভয়ানকভ। > デ● অনেকে কছে ; কিন্তু পরীক্ষার সময়ে অতি অপ লোক তাহাদিগকে ভীরু জানিয়াছে। ক্ষুদ্রবিশ্বাসের মধ্যে সাহসের লেশও ছিল না ; আর, ওহে ভাই, তোমার কথায় বোধ হয় যে তোমার যদি সেই দশ ঘটিত, তবে তুমিও এক বার মাত্র তাহাদের সহিত কুস্তাকুস্তি করিয়া হারি মানিত। দেখ ভাই, এই ক্ষণে তাহারা দূরে থাকিলে যদি কেবল এ পর্য্যন্ত তোমার সাহস কুলায়, তবে তাহার নিকটে যেমন, তোমার নিকটেও তেমনি উপস্থিত হইলে তাহারা তোমারও ভয় জন্মাইতে পারে । আরও বিবেচনা কর, ঐ চোরের পরের দাস, ফলতঃ অতলস্পর্শ খাতাধ্যক্ষের বেতনজীবী ; ঐ অধ্যক্ষ প্রয়োজনানুসারে আপনি যাইয় তাহাদের সাহায্য করে। সিংহের যেমন ঘোরনাদ, তেমন তাহারও ভয়ঙ্কর গর্জন । সেই * ক্ষুদ্রবিশ্বাসের ন্যায় আমিও আক্রান্ত হইয়া তাহদের যুদ্ধের ভয়ানকতা জানিয়াছি, ফলতঃ ঐ তিন জন দসু্যু আমার উপরে আসিয়া পড়িলে, আমি যখন খ্ৰীষ্টীয়ানের উপযুক্ত প্রতিরোধ করিতে লাগিলাম, তখন তাহারা অকস্মাৎ এক শব্দ করিলে তৎক্ষণাৎ তাহাদের অধ্যক্ষ আসিয়া উপস্থিত হইল। তাহাকে দেখিবামাত্র অামার প্রাণের কড়ার মুল্যও ছিল না; কিন্তু ঈশ্বরের কৃপায় অামি পরীক্ষিত সাজোয়াতে সজ্জিত ছিলাম। সেই সজ্জা থাকিলেও বলবানের ন্যায় যুদ্ধ করা আমার অতি কঠিন কৰ্ম্ম হইয়া উঠিল। সেই রূপ যুদ্ধেতে আক্রান্ত লোকের কি ২ কষ্ট ঘটে, তাহ। আপনি সেই যুদ্ধেতে প্রবিষ্ট না হইলে কেহ কহিতে পারে না । অপর • আশাবান কহিল, হ1, উত্তম কহিয়াছ, কিন্তু তাহারা যখন ভাবিল,“মহানুগ্রহ নামে ব্যক্তি পথে আছে, তখন দৌড়িয়া পলাইল, ইহার কারণ কি ?