পাতা:যাত্রিকের গতি.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●* দসু্যগণের ভয়ানকত ।

  • খ্ৰীষ্টীয়ান কহিল, সত্য, “ মহানুগ্রহ নামক ব্যক্তির দশন মাত্রে তাহার এবং তাহণদের কৰ্ত্তা অনেক ২ বার পলাইয়াছে, ইহা বড় আশ্চৰ্য্য বিষয় নয় ; কেননা সে রাজবীর। কিন্তু রাজবীরেতে এবং * কুদ্রবিশ্বাসেতে অনেক তফাৎ আছে, তাহ কি তুমি জান না? রাজার সমস্ত প্রজা রাজবীর নয়, এবং যুদ্ধে পরীক্ষিত হইলে डाशब्र नाग्र बिजी रुग्न न। " मायूम ८बभन "जाबूक्ष्प्क অপ্রতিভ করিয়াছিল, তেমনি কি এক বালক করিতে পারে ? কিম্বা বলদের পরাক্রম কি চটক পক্ষিতে থাকে ? দেখ, কেহ ২ বলবান ও কেহ ২ দুৰ্ব্বল, এবং কেহ ২ দৃঢ়বিশ্বাসী ও কেহ ২ ক্ষুদ্রবিশ্বাসী; কিন্তু ঐ লোক এক জন দুৰ্ব্বলের মধ্যে ছিল, এ নিমিত্তে সে চুলায় গিয়াছিল ।
  • আশাবান কছিল, ঐ তিন জন দসু্যর সহিত সেই সময়ে - ক্ষুদ্রবিশ্বাসের পরিবর্তে “ মহানুগ্রহের সাক্ষাৎ হইলে ভাল হইত। ।

তাহাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, বোধ হয় তাহারও কষ্ট হইত। ঐ * মহানুগ্রহ অস্ত্রযুদ্ধে অতি নিপুণ প্রযুক্ত যত ক্ষণ তাহাদিগকে খড়নাগ্রে রাখিতে পারে তত ক্ষণ দমনে রাখিতেও পারে। কিন্তু ঐ * স্কুন্নমতির যদি এক বার তাহার সহিত কোলাকোলি করিতে পায়, তবে তাছাকেও মুখ খুবড়িয়া ফেলিতে পারে। আর পতিত হইলে মনুষ্য কি করিতে পারে ? অপর ষদি কেহ সেই “মহানুগ্রহের মুখের প্রতি ভাল দৃষ্টি করিয়া দেখে, তবে আমার এই কথার প্রমাণজনক দার্থ ও ক্ষতচিহ্ন অবশ্য তাহার মুখে দেখিতে পাইবে ; আর আমি শুনিয়াছি, সে এক বার যুদ্ধ মধ্যে কহিয়াছিল, আমি প্রাণরক্ষা বিষয়েও আশাহীন হইলাম । ঐ দসু্যরা এমনি দুৰ্দ্দাস্ত নিষ্ঠুর যে তাহার এবং তাছাদের