পাতা:যাত্রিকের গতি.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

hఏe দসু্যগণের ভয়ানকভা । হৃষ্ট হইয়া সুসজ্জ যোদ্ধার সহিত সাক্ষাৎ করিতে যায়। সে নিৰ্ভয়ে পরিহাস করে, শঙ্কা করে না, এবং খড়োর মুখহইতে ফিরে না। খাপ ও শাণিত বড়শা ও শূল তাহার চতুৰ্দ্দিগে শব্দ করে। সে গৰ্ব্বে ও ক্রোধে ভূমি ংশন করে, এবং তুরীবাদ্য শুনিয়া সাহসী হয়। তুরীরব শুনিলে সে হা হা শব্দ করে, এবং বহু দূরে থাকিলেও সংগ্রামের গন্ধ ও সেনাপতিদের নাদ ও ছুঙ্কার টের পায়।” সে যাহা হউক, কিন্তু তুমি আমি পদাতিক ; আমরা যেন কখন শত্রুর সহিত সাক্ষাৎ করিতে বাঞ্ছা না করি, এবং অন্যেরা পরাস্ত হইয়াছে, এ কথা শুনিয়া আমরা তাছাদের অপেক্ষা ভাল যুদ্ধ করিতে পারি এমন আত্মপ্লাঘা যেন না করি, আর আপন বীরত্ব বিষয়ে যেন দম্ভ না করি ; কেননা পরীক্ষাতে সে রূপ লোকের লুটি প্রায় সৰ্ব্বদ প্রকাশ পায় । প্রমাণের নিমিত্তে পুৰ্ব্বকথিত পিতরকে দেখ, সে গৰ্ব্বে স্ফীত হওয়াতে অভিমানি মনে কহিয়াছিল, আমার প্রভুর নিমিত্তে আমি অন্য লোক অপেক্ষা অধিক সাহস ও বিশ্বস্ততা প্রকাশ করিব ; কিন্তু ঐ পাপাত্মাগণকর্তৃক তাহার ন্যায় কে অপ্রতিভ হইয়াছে ? - রাজপথে এমত চৌর্য্য হয়, এ কথা জ্ঞাত হওয়াতে দুই কৰ্ম্মই আমাদের কর্তব্য । ফলতঃ প্রথমে সুসজ্জ হইয়। গমন করা, বিশেষতঃ ঢাল গ্রহণ করা আমাদের উচিত। কেননা তাঙ্ক না করিয়া ষে ব্যক্তি * লিবিয়াথনের সহিত যুদ্ধেতে অত্যন্ত বীরত্ব প্রকাশ করে, সেও তাছাকে জয়’ করিতে পারে না; এবং আমি সত্য কহিতেছি, ঐ শত্ৰু যাবৎ আমাদিগকে ঢালহীন দেখে, তাবৎ কোন প্রকারে জীত হয় না। ষোধ্যক্তি এই যুদ্ধে পরম নিপুণ ছিল, লেও ইহা কহিয়াছে, যথা, “ সকলের উপরে বিশ্বাসরূপ চাল