পাতা:যাত্রিকের গতি.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫె* ম্ভাবকের জালে যাfত্রদের বদ্ধ হওন । দুর্বল বিশ্বাস যার তিন জন বৈরী তার তাকে পারে করিতে বারণ ॥ এই রূপে তাহার অগ্রে অগ্রে গমন করিলে * অজ্ঞানও তাহাদের পশ্চাৎ ২ চলিল । কিন্তু কক্তক मृत्व अभन করিলে পর তাহারা দেখিল যে ঐ রাজপথ দুই মুখে যাইতেছে ; তাহার এক মুখ নূতন বোধ হইল। অতএব কোন মুখে যাইতে হইবে, তাহা অজ্ঞাত প্রযুক্ত তাহারা সেই স্থানে দাড়াইয়৷ বিবেচনা করিতে লাগিল । এমন সময়ে কৃষ্ণবর্ণ শরীর শুক্ল সুক্ষ্মবস্ত্র পরিহিত এক ব্যক্তি তাহাদের নিকটে ক্রমে ২ উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিল, তোমরা এ স্থানে দাড়াইয়াছ কেন ? তাহাতে তাহারা কহিল, আমরা স্বৰ্গীয় রাজধানীতে যাইতেছি, কিন্তু কোন পথ দিয়া যাইব তাহ জানি না । তাছাতে সে কহিল, আমিও সেথানে যাইতেছি, আমার পশ্চাদগামী হও । এই কথা শুনিয়া , তাহারা তাহার পশ্চাৎ ২ গমন করিল । সে ব্যক্তি ঐ নূতন পথ ধরিয়া তাহাদিগকে কিঞ্চিৎ দূরে লইয়া গেলে পর পথ বক্র হইয়। রাজধানীর বিপরীত দিগে যাইতে লাগিল । তাহারা তখনও সেই ব্যক্তির পশ্চাৎ ২ চলিলে অবশেষে তাহার ধূৰ্ত্ততাতে অকস্মাৎ জালের মধ্যে প্রবিষ্ট হইয়া এমন জড়ীভূত হইল, যে কি করিবে তাছা বুঝিতে পারিল না। সেই সময়ে ঐ কৃষ্ণবর্ণ মনুষ্যের পৃষ্ঠহইতে শুক্ল স্বল্প বস্ত্র পতিত হওয়াতে তাহার কোথায় আছে, তাহ জানিয়ত্ব পারিল । অতএব ঐ মহাসঙ্কটে পড়িয় আপনাদিকে মুক্ত করিতে অসমর্থ হইয়। তাহারা কতক কাল পর্যন্থ স্থাকার শব্দেতে সেই স্থানে বদ্ধ রছিল । マ ー を এই রূপে জগয়েঞ্চে" হইয়ঃ * গ্ৰীষ্টীয়ান * আশাবায়কে কহিল, ভাই ঞ্জ দেখিতেছি, আমরা বড় জমে