পাতা:যাত্রিকের গতি.djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సివి 8 झन्जेिएम द्र मधु । এ কথা কহিয়৷ * স্তাবকের পরামর্শে যে পথ তাহার। ত্যাগ করিয়াছিল, পুনরায় সেই পথে তাহাদিগকে লইয়া গিয়৷ জিজ্ঞাসিল, গত রাত্রিতে তোমরা কোথায় শয়ন করিয়াছিলা ? তাহাতে তাহারা কছিল, * রমণীয় পৰ্ব্বতস্থ মেষপালকদের কুটীরে। তখন সে জিজ্ঞাসিল, ভাল, তাহারা কি তোমাদিগকে পথজ্ঞাপক পত্র দেয় নাই ? তাহাতে তাহারা কহিল, হা, দিয়াছিল । তখন সে জিজ্ঞাসিল, তোমরা যখন সন্দিগ্ধ হইয়াছিল, তখন কি তাহা পাঠ করিয়াছিলা ? তাহাতে তাহারা কহিল, না, আমরা বিস্মৃত হইয়াছিলাম। তখন সে জিজ্ঞাসিল, ভাল, সেই মেষপালকেরা তোমাদিগকে কি * স্তাবকের বিষয়ে সাবধান থাকিতে চেতনা দেয় নাই ? তাছাতে তাহার। কহিল, হাঁ, দিয়াছিল, কিন্তু এই সুবক্ত সেই ব্যক্তি হইবে, এমন আমাদিগের মনে হয় নাই । অপর স্বপ্নে দেখিলাম যেন সে তাহাদিগকে শয়ন করাইয়া, ঐ সৎপথে গমন করা কর্তব্য, ইহা বুঝাইবার নি. মিত্তে তাহাদিগকে অতিশয় প্রছার পুৰ্ব্বক কহিল, “ আমি যত লোককে প্রেম করি, সকলকে অনুযোগ ও শাস্তি করি, অতএব উদ্যোগী হইয়া মন ফিরাও।" পরে সে তাহাদিগকে কহিল, মেষপালকের তোমাদিগকে আর ২ ঘে শিক্ষা দিয়াছে, তাহা মনে করিয়া অতি সাবধানে যাত্রা কর । তখন তাহারা তাহার স্নেহ প্রযুক্ত তাহাকে স্তুতি করিয়া , এই শ্লোক গান করিতে ২ ধীরে ২ প্রকৃত পথে গমন করিল। - গঙ্গ্য পথ ছাড়াইগুঞ্জখানে যে মোরা । আমাদের দশ দেখ চাৰিয়া পাস্থের। সলোকের সুমন্ত্রণাষ্টহলে বিস্মরণ। স্তাবক স্বীপন জালে করিল ৰন্ধন ॥