পাতা:যাত্রিকের গতি.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাস্তিকের সস্থিত কথোপকথন । $ ఎ(f তাহাহৈতে মুক্ত বটে হৈয়াছি এখন। আমাদের শাস্তি দেখি হও সচেতন ॥ ১৮ অধ্যায় । অপর এই রূপে তাহারী কিছু দূর গমন করিলে পর দেখিল, সম্মুখে অতি দূরে এক ব্যক্তি তাহাদের সহিত মিলনের নিমিত্তে রাজপথ দিয়া একাকী অাসিতেছে। তাহ দেখিয়া - খ্ৰীষ্টীয়ান আপন সঙ্গিকে কহিল, ঐ দেখ, এক জন মনুষ্য - সীয়োন পৰ্ব্বতের দিগে পৃষ্ঠ করিয়া আমাদের লছিত মিলনের নিমিত্তে আসিতেছে । তাহাতে * আশাবান কছিল, হুঁ, দেখিতেছি; আমা: দের সাবধান হওয়া উচিত, কি জানি পাছে ঐ ব্যক্তিও স্তাবক হয়। এই রূপ কথোপকথন করিতে ২ * নাস্তিক নামে ঐ ব্যক্তি তাহাদের নিকটে উপস্থিত হইয়। জিজ্ঞাসা করিল, তোমরা কে ? এবং কোথায় যাইতেছ ? তাহাতে খ্ৰীষ্টীয়ান কহিল, আমরা • সীয়োন পৰ্ব্বতে যাইতেছি । - ইহা শুনিয়া ঐ * নাস্তিক অত্যন্ত হাসিতে লাগিল । তখন - খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল,তুমি হাসিয়া উঠিলা কেন ? তাহাতে * নাস্তিক কহিল, এই পথে অাপন ২ কষ্ট ব্যতিরেকে অন্য কিছু লাভের আশা না থাকিলেও তোমর ষে এই দুৰ্গম যাত্রায় প্রবৃত্ত হইয়াছ, তোমাদের এই মুখত দেখিয়া হাসিতেছি।.

  • খ্ৰীষ্টীয়ান কছিল, গুছে;"মর অগ্রাহ হইব, ইহা কি তুমি মনে করিতেছ? : ,

তাহাতে • নাস্তিক কছিল,"র্কের্ণধায়'গ্ৰাহ হইবা ? সেই স্থান কেবল স্বপ্নের দেখামাত্র, নরলোকে এমত স্থান নাই। S 2