পাতা:যাত্রিকের গতি.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిఫి ఆ নাস্তিকের সহিত কথোপকথন ।

  • খ্ৰীষ্টীয়ান কহিল, পরলোকে আছে। তাহাতে * নাস্তিক কহিল, তোমরা ঐ স্থানের বিষয়ে যাহা কহিতেছ, আমিও স্বদেশে বাস করণ সময়ে তাহ। শুনিয়াছিলাম, এবং তদনুসারে সেই স্থানের অন্বেষণার্থে যাত্রা করিয়াছিলাম ; কিন্তু অদ্য বিংশতি বৎসরাবধি সেই রাজধানীর চেষ্টায় থাকিলেও যাত্রার প্রথম দিবসের মত অদ্যাপি তাহার বিন্দুমাত্র দেখিতে পাই না।
  • খ্ৰীষ্টীয়ান কহিল, সেরূপ স্থান যে পাওয়া যায়, এমন আমরা শুনিয়াছি, এবং তাছাতে বিশ্বাসও করিয়া থাকি । * ,

তাহাতে * নাস্তিক কহিল, আমি যখন নিজ বাটীতে ছিলাম, তখন আমারও বিশ্বাস ছিল, নতুবা অন্বেষগার্থে এ পর্য্যন্ত আসিবার প্রয়োজন ছিল না; কিন্তু তাহা ন পাওয়াতে এই ক্ষণে ফিরিয়া যাইতেছি। সেই স্থান যদি পাওয়া যাইত, তবে অবশ্য তাহ পাইতাম ; যেহেতুক তোমাদিগছইতে আমি অধিক পথ গমন পুৰ্ব্বক তাছার অন্বেষণ করিয়াছি । যাহা হউক, এখন আমার বাসনা এই, আমি যে বিষয় ত্যাগ করিয়া গিয়াছিলাম, তাহা যেন পাইয়া মনের সন্তোষ জন্মাই। তখন - খ্ৰীষ্টীয়ান আপন সঙ্গির মুখের দিগে দৃষ্টি করিয়া কহিল, কেমন, হে ভাই, এই ব্যক্তি যাহা কহে, ইহা কি সত্য ? তাহাতে * অাশাবান কহিল, সাবধান হও ; এ ব্যক্তিও স্তাবকদের মধ্যে এক জন। এ রূপ মন্দ লোকের কথায় মনোযোগ করাতে আমীদের কেমন দুরবস্থা হইয়াছে, তাহা স্মরণ কর। সীয়োন পৰ্ব্বত কি নাই ? আমরা কি গুমনীয় পৰ্ব্বতহইতে সেই নগরের দ্বার দেখি নাই ? এখন *ার না দেখাতে কি বিশ্বাসপথে চলিব না ? - আশাবান