পাতা:যাত্রিকের গতি.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

も একগুঁইয়া ও সুখনম্য । আত্মীয় বন্ধু প্রতিবাসি সজ্জন লোকদিগকে এবং সাংসারিক সুখভোগাদি পরিত্যাগ করিয়া কি অনাথ হইয়। তোমার সঙ্গে যাইব ? : , * তাহাতে * খ্ৰীষ্টীয়ান কহিল, ভাই, এ কথা বলি, কেননা অামি যে সুখভোগের চেষ্টাতে আছি, তাহার এক কণিকার সহিতও তোমাদের এই সাম্প্রতিক ভুক্ত সুখের তুলনা হইতে পারে না। অতএব তোমরা যদি আমার সহিত আসিয়৷ এই পথের পথিক কও, তবে অনায়াসে পরম সুখের পাত্র হইয়া আমার সদৃশ বিষয় পাইব । কেননা আমি যে স্থানে যাইতেছি সেখানে সুখের সীম। নাই ; ইহাতে যদি তোমাদের প্রত্যয় না হয়, তবে বরং আমার কথা সত্য কি মিথ্যা তাহা জানিবার নিমিত্তে অামার সহিত আসিয়া দেখ । পরে *একগুঁইয়া জিজ্ঞাসা করিল, ভাল, সেই স্তানে এমন বস্তু কি আছে, যে তুমি তাহার নিমিত্তে সৰ্ব্বস্ব পরিত্যাগ করিয়া তাহার লোভী হইয়াছ ? ? তাহাতে খ্ৰীষ্টীয়ান কহিল, ভাই, আমি স্বৰ্গস্ত এক অধিকারের চেষ্টাতে অ ছি, ঐ অধিকার অক্ষয় ও নিৰ্ম্মল ও অজর ; এবং যাহারা সেই অধিকারের চেষ্টা করে, তাহাদিগকে নিরূপিত সময়ে দত্ত হওনার্থে তাছা স্বগমধ্যে রক্ষিত হইতেছে । বরং যদ্যপি দেখিতে চাহ তবে অামার এই পত্র পড়িয়া দেখ। এ কথা শুনিয়া "এক গুইয়া তিরস্কার করিয়া কহিল, তোর পুস্তক তুই লইয়া যা। এখন আমাদের সহিত ফিরিয়া যাবি কি না, তাহা বলিতে পারিস্ ? তাহাতে খ্ৰীষ্টীয়ান কহিল, ভাই, আমি যাইতে পারিব না, কারণ সম্প্রতি পরমার্থ ভূমির ঢাসেতে প্রবৃত্ত হইয়াছি ।