পাতা:যাত্রিকের গতি.djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোহভূমির আলস্যজনক বায়ু >>)* আরও কহিল, শীঘ্ৰ চলিয়া অাইস, পাছে সেই কশাধারী আর বার অামাদের নিকটে উপস্থিত হয় । আমি তোমার কর্ণে একটি শাস্ত্রীয় বাক্য শুনাইব, তাহা বরং আমাকে শিক্ষা দেওয়া তোমারি উচিত ছিল। ফলতঃ “ হে আমার পুত্র, যে উপদেশ জ্ঞানের কথাছইতে তোমাকে ভ্ৰমণ করায়, তাহার শ্রবণহইতে নিবৃত্ত হও ।” হে ভাই, তাহার শ্রবণহইতে নিবৃত্ত হইয়। আইস, আমরা আত্মার পরিত্রাণার্থে বিশ্বাস করি । তখন “ শ্ৰীষ্টীয়ান কহিল, ওহে ভাই, আমাদের বিশ্বাস মিথ্যা, এই সন্দেহে তোমাকে ঐ প্রশ্ন করিয়াছিলাম, তাহা নয় ; কিন্তু তোমার পরীক্ষার নিমিত্তে, এবং তোমার মনের সত্যতার ফল দেখিবার জন্যে ঐ প্রশ্ন করিয়াছিলাম। সে যাহা হউক, এই মনুষ্য এই সংসারের দেবকর্তৃক অন্ধীভূত হইয়াছে, ইহা নিশ্চয় ; অতএব আইস, আমরা দুই জনে অগ্রসর হই, কেননা আমরা জানি, আমরা সত্য মত অবলম্বন করিয়াছি, এবং কোন মিথ্যা কথা সেই সত্য মত সম্বন্ধীয় নহে । তাহাতে * অাশাবান কহিল, আমি এই ক্ষণে ঈশ্বরদেয় মহৈশ্বৰ্য্যের অাশাতে আনন্দিত আছি। অনন্তর তাহারা সেই * নাস্তিকহইতে বিমুখ হইয়া গেল, এবং সেও হাসিতে ২ চলিয়া গেল । অপর অামি স্বপ্নে দেখিলাম, তাহারা এই রূপে গমন করিতে ২ যে দেশে উপস্থিত হইল, তাহার বায়ুর স্বভাবতঃ এমনি গুণ, যে বিদেশি লোককে নিদ্রাল করে। অতএব সেই স্থানে * আশাবান অতিশয় অলস হইয়া তন্দ্রাযুক্ত হওয়াতে খ্ৰীষ্টীয়ানকে কহিল, আমার এমন নিদ্ৰাকর্ষণ হইতেছে যে প্রায় চক্ষু মেলিতে পারি না। আইস, আমরা এই স্থানে শয়ন করিয়া কিঞ্চিৎ নিদ্রা যাই। S 3