পাতা:যাত্রিকের গতি.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলস্য নিবারণের উপায় । "למה כי তাহাতে * খ্ৰীষ্টীয়ান কহিল, না, এই স্থানে নিদ্রা গেলে পাছে পুনৰ্বার জাগ্রৎ না হই। তাহাতে • আশাবান কহিল, হে ভাই, এমন কথা কেন বল ? প্রান্ত লোকের প্রতি নিদ্রা তো অতি সুখদ; নিদ্র গেলে আমাদের প্রান্তি দূর হইবে। তখন “ শ্ৰীষ্টীয়ান কহিল, মেষপালকদের মধ্যে এক জন আমাদিগকে মোহভূমি বিষয়ে সাবধান হইতে কহিয়াছিল, তাহা কি তোমার মনে পড়ে না? ঐ কথাদ্বারা জানিবা, নিদ্রা যাওন বিষয়েও আমাদের সাবধান হওয়া উচিত। অতএব আইস, আমরা অন্য সকলের ন্যায় নিদ্রিত না হই, বরং জাগ্রত হইয়া প্রবুদ্ধ থাকি। তখন * অাশাবান সচেতন হইয়া কহিল, আমি দোষ করিলাম। ভাল, এই স্থানে আমি যদি একা হইতাম, তবে নিদ্রাগত হইয়া মৃত্যুগ্রস্ত হইতে পারিতাম! এক জন অপেক্ষা দুই জন ভাল, জ্ঞানবানের এই বচন যে সত্য, তাহা অামি দেখিতেছি । অদ্যাবধি তোমার সঙ্গিত্ব আমার মঙ্গলজনক হইয়াছে; তোমার এই শ্রেমের উত্তম ফল তুমি পাইবা। . তাহাতে - খ্ৰীষ্টীয়ান কহিল, এই স্থানে নিদ্রা নিবারণের নিমিত্তে আইস আমরা পারমার্থিক কথোপকথন আরম্ভ করি ।

  • আশাবান কছিল, আমি তাহাতে বড় সন্তুষ্ট হই । * খ্ৰীষ্টীয়ান জিজ্ঞান্সিল, তবে প্রথমতঃ কি প্রস্তাব করিব ? * আশাবান উত্তর করিল, ঈশ্বর আমাদের প্রতি প্রথমতঃ যাহা করিয়াছিলেন, প্রথমতঃ তাছাই উত্থাপন করা ভাল ; কিন্তু তুমি আরম্ভ কর।

তাহাতে খ্ৰীষ্টীয়ান কহিল, অগ্রে আমি একটা গীত গাই। - - -