পাতা:যাত্রিকের গতি.djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশাবানের ইতিহাস । డి ఫెపె যদ্যপি পুণ্যাত্মগণ আলসেতে মগ্ন হন তাহারা আসিয়া এই স্থানে । যেই কথোপকথন করে দুই ষাত্রি জন ওশ্রবণ করুক এক মনে । নিদ্রাভরে আকৰ্ষিত রাখিবারে উন্মীলিত নয়ন যুগল আপনারি। তাহারা যে কোন মতে এই ষাত্ৰিজনহৈতে অভ্যাস করুক ত্বরা করি । পরস্পর সম্ভাষণ ধাৰ্ম্মিকদের যখন • হয় বিবেচনা পুরঃসর । তখন তাহার দ্বারা জাগ্রত থাকয়ে তারা বিফল ছলন। বিপক্ষের । গান সাঙ্গ হইলে খ্ৰীষ্টীয়ান ঐ কথাবার্তা আরম্ভ করিয়া * অাশাবানকে এই প্রশ্ন জিজ্ঞাসিল, তোমার মনের যে ভাব এখন আছে, প্রথমে তাহ! কিসেতে উৎপন্ন হইয়াছিল ?

  • আশাবান জিজ্ঞাসিল, কোন ভাবের উৎপত্তি জানিতে চাহ ? অামার পারমার্থিক মঙ্গলের চেষ্টা কি প্রকারে জম্মিয়াছিল, তাহ৷ জানিতে কি তোমার বাঞ্ছা ?
  • খীষ্টীয়ান কহিল, হী, তাহাই বটে । ” তখন * অাশাবান কহিল, ভাল, তাহা বলি শুন । অামাদের মেলাতে যাহ। ২ দেখা যায় এবং যে ২ দ্রব্য বিক্রয় হয়, সেই সকলের উপভোগে আমি পুৰ্ব্বে অনেক বৎসর ব্যাপিয়া কাল কাটাইতাম। কিন্তু এখন অনুমান হয়, যদি অদ্যাপি সেই সকল বিষয়ে মগ্ন থাকিতাম, তবে তাহ। অবশ্য আমাকে সৰ্ব্বনাশে ও নরককুপে ডুবাইয়া ফেলিত।

তাহাতে "গ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, সে সকল বিষয় কি ২ ? * আশাবান কহিল, ঐহিক ধন ও ঐশ্বৰ্য্য সকল সেই