পাতা:যাত্রিকের গতি.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশাবানের ইতিহাস । &●》 অনিচ্ছুক ছিলাম। তৃতীয়তঃ, চিরকালের পরিচিত লোকদিগকে কি প্রকারে পরিত্যাগ করিব, তাছা বুঝিতে পারিলাম না ; কেননা তাহাঙ্গের সহিত আলাপ ও ব্যবহার আমি বড় ভাল বাসিতাম। চতুর্থতঃ, যে২ সময়ে পাপ বিষয়ক চেতনা আমার মনে উৎপন্ন হইত, সেই২ সময় জামার প্রতি এমনি ভয়জনক ও ব্যখাদায়ক ছিল, যে মনোমধ্যে তাছার স্মরণমাত্র করা অামার অতি অসহ্য হইত । পরে “ শ্ৰীষ্টীয়ান কছিল, তবে বোধ হয় কোন ২ সময়ে তোমার দুঃখ ঘুচিত। - তাহাতে • আশাবান কহিল, দ্বী, সুচিত বটে, কিন্তু পুনঃ পুনঃ মনোমধ্যে উপস্থিত হইত ; তাহাতে আমি পুৰ্ব্বাপেক্ষাও বরং দ্বিগুণ দুৰ্দ্দশাগ্রস্ত হইতাম ।

  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, কেন ? তোমার পাপ কিসে আর বার মনে পড়িত ?
  • আশাবান কছিল, সে অনেক বিষয় । প্রথমতঃ, পথ গমন সময়ে কোন ভদ্র লোকের সহিত সাক্ষাৎ হইলে ; দ্বিতীয়তঃ, ধৰ্ম্মপুস্তকের পাঠ শ্ৰৰণ করিলে ; তৃতীয়তঃ, যৎকিঞ্চিৎ উদরপীড়া জন্মিলে ; চতুর্থতঃ, আমার কোন প্রতিবালির ভারি পীড়ার সংবাদ পাইলে ; পঞ্চমতঃ, কোন মৃত লোকের নিমিত্তে শোককারিদের ক্ৰন্দন শুনিলে; ষষ্ঠতঃ, কোন দিন অামাকেও মরিতে হইৰে, এই চিন্তা উৎপন্ন হইলে ; সপ্তমতঃ, অকস্মাৎ কেহ মরিয়াছে ইহা শুনিলে ; অষ্টমতঃ, আমাকে অতি শ্ৰীশ্ৰ বিচারে উপস্থিত হইতে হইবে, আপনার বিষয়ে এমত চিন্তা জন্মিলে অামার পাপ মনে পড়িত। . . . . . ' ' -

তখন “ শ্রীষ্টীয়ান জিজ্ঞাসিল, ভাল, এই প্রকারে তোমার মন পাপভারে ভারাক্রান্ত হইলে তুমি কি সেই ভার সহজ রূপে মনহইতে দূর করিতে পারিতা? .