পাতা:যাত্রিকের গতি.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

શ છે 8 আশাবানের ইতিহাস । ফারণ এই, যদবধি সদাচরণ করিতে যত্নবান হইয়াছি, তদবধি আমার সৰ্ব্বোত্তম কৰ্ম্মেতেও পদে ২ দোষ ও পাপ আছে, ইহা দেখিতে লাগিলাম। অতএৰ পুৰ্ব্ববৎ আত্মাভিমানী হইয়া ধৰ্ম্মকৰ্ম্মেতে আর শ্লাঘা করিতে পারিলাম না, কেননা পুৰ্ব্বে আমার আচার ব্যবহার নিদোষ হইলেও সম্পতি অামার এক ধৰ্ম্মকৰ্ম্মে যে পাপ থাকে, তাহাতেই নরকের যোগ্যপাত্র হই, ইহা স্পষ্ট দেখিতে লাগিলাম ।

  • খ্ৰীষ্টীয়ান কছিল, তাছাতে তুমি কি করিলা? * অাশাবান কছিল, তখন * বিশ্বাসির সহিত পরিচয় থাকাতে আমি তাহার কাছে মনের সকল কথা ভাজিয়া কহিলাম। তাহাতে সে অামাকে কহিল, কোন নিষ্পাপ ব্যক্তির পুণ্য যে পৰ্য্যন্ত তোমার না হয়, তাবৎ তোমার নিজ পুণ্যদ্বারা, কিম্বা জগষ্ঠেয় সমস্ত লোকের পুণ্যদ্বারা তোমার পরিত্রাণ কখনো হইতে পারবে না।
  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, এই কথা কি তোমার সত্য বোধ হইয়াছিল ?
  • অাশাবান কছিল, যে সময়ে আমি নিজ ধৰ্ম্মাক্রয়াতে সন্তুষ্ট ছিলাম, সেই সময়ে “ বিশ্বাসী যদি আমাকে এরূপ কথা বলিত, তবে তাহাকে অজ্ঞান বলিয়া তুচ্ছ কারতাম ; কিন্তু যদবধি অামার দুর্বলতা এবং আমার উত্তম ক্রিয়ার পাপজন্য মালিন্য জ্ঞাত হইলাম, তদবধি তাহার কথা যে:সত্য ইহা অামাকে স্বীকার করিতে হইল ।
  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, ভাল, যে ব্যক্তি কখন কোন পাপ করে নাই, এমন এক জন নিৰ্দ্দোষ পাওয়া যায়, এই কথা “ বিশ্বাসির প্রমুখাৎ প্রথম বার শুনিলে তোমার কেমন বোধ হইল ? 's
  • অাশাবান কহিল ; প্রথমতঃ আমার অসম্ভব বোধ