পাতা:যাত্রিকের গতি.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

次●心 আশাবানের ইতিহাস ।

  • বিশ্বাসী আমাকে কহিল, তুমি তাহার নিকটে ষাইয়। দেখ। তাহাতে আমি কহিলাম, যাইতে সাহস কুলায় না । সে কহিল, কেন ? তিনি তোমাকে অাস্থান করিয়াছেন । ইহা কহিয়া সে তাহার নিকটে গমনকারি লোকের সাহস জন্মাইবার নিমিত্তে যীশুর অাজ্ঞাক্রমে লিখিত এক খানি গ্রন্থ আমার হস্তে দিয়া কহিল, আকাশ ও পৃথিবী অপেক্ষ এই গ্রন্থের বিন্দু বিসর্গ প্রভূতি স্থিরতর জানিবা । তাহাতে আমি জিজ্ঞাসিলাম, তাহার নিকটে গিয়া কি করিব ? সে কছিল, পিতা পরমেশ্বর যেন খ্ৰীষ্টকে তোমার প্রতি প্রকাশ করেন, হাটু গাড়িয়া সমস্ত অন্তঃকরণের সহিত এই প্রার্থন করিব। তাহাতে পুনৰ্ব্বার আমি জিজ্ঞাসিলাম, তাহার নিকটে আমার নিবেদন কি প্রকারে উপস্থিত করিব ? তাছাতে সে কহিল, যাহারা আইয়ে, তাহাদিগকে ক্ষম প্রদান করিবার জন্যে তিনি সম্বৎসর ব্যাপিয়া করুশাসনে উপবিষ্ট আছেন ; তুমি গেলে সেই স্থানে তাহাকে পাইবা । তাহাতে আমি কহিলাম, সেখানে উপস্থিত হইলে কি কহিব ? তাহ কিছুই জানি না। তাহাতে সে কহিল, তুমি এই রূপ প্রার্থনা করিব, “ হে ঈশ্বর, পাপিষ্ঠ যে আমি অামার প্রতি দয়া কর। অামি যাহাতে প্রভূ যীশু খ্ৰীষ্টকে জানিতে ও তাহাতে বিশ্বাস করিতে পারি, তাহাই কর। কেননা তাহার পুণ্য না থাকিলে কিম্বা সেই পুণ্যে আমার বিশ্বাস না জন্মিলে আমি অবশ্য নরকে নিক্ষিপ্ত হইব, ইহা স্পষ্ট দেখিতেছি ; কিন্তু হে দীনবন্ধো, আমি শুনিলাম আপনি অতি দয়ালু তৎপ্রযুক্ত আপনার প্রিয় পুত্র যীশু খ্ৰীষ্টকে জগভ্রাতারূপে নিরূপণ করিয়াছ ; অতএব হে দয়াময় প্রভো, অামার মত দীনহীন নরকযোগ্য পাপিষ্ঠ লোকের প্রতি অনুগ্রহ