পাতা:যাত্রিকের গতি.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশাবানের ইতিহাস । 及9午 করিয়া আপন পুত্র প্রভূ যীশু খ্ৰীষ্টদ্বারা আমার মনকে পরিত্রাণ করিয়া আপন অনুগ্রহের গৌরব বৃদ্ধি কর।”

  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, ভাল, এই আদেশানুসারে তুমি কি প্রার্থনা করিয়াছিলা ?
  • আশাবান কহিল, হা, বারম্বার করিয়াছিলাম । * খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, তাহাতে পিতা কি তোমার নিকটে পুত্রকে প্রকাশ করিয়াছিলেন ?
  • অাশাবান কহিল, প্রথম বারে না, দ্বিতীয় বারে না, তৃতীয় বারে না, চতুর্থ বারে না, পঞ্চম বারে না, এবং ষষ্ঠ বারেও না ।
  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, তখন ভূমি কি করিল ? * আশাবান কহিল, কি করিব? তাহার কিছুই স্থির করিতে পারিলাম না।
  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, ভাল, এমন হইলে কি প্রার্থনা ত্যাগ করিতে তোমার মনস্থ হইল না ?
  • আশাবান কহিল ; হী, এক বার দুই বার নয়, সহস্র ২ বার হইল ।
  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, ভাল, তবে তুমি প্রার্থনা ত্যাগ কর নাই, ইহার কারণ কি ?
  • আশাবান কহিল, তাহার কারণ এই, “ শ্রীষ্টের পুণ্য বিন জগৎ শুদ্ধ লোক অামাকে উদ্ধার করিতে পারে না, এই যে কথা শুনিয়াছিলাম, তাহাতে আমার সত্য বোধ ছিল ; অতএব অামি ইহা ভাবিতে লাগিলাম, যদি প্রার্থন ত্যাগ করি, তবে আমার মৃত্যু হইবে ; এবং করুণাসনের নিকটে যদি আশ্রয় লই, তবে সেই স্থানেও আমার মরণ বিনা অন্য দুৰ্গতি হইতে পারে না। এ রূপ ভাব্যভাবনা করিতে ২ এই শাস্ত্রীয় বচন আমার মনে

পড়িল, তাহার বিলম্ব হইলেও তাহার অপেক্ষা কর, Т 2