পাতা:যাত্রিকের গতি.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশাবানের ইতিহাস ।” ९ ● 39 পর প্রেমেতে পুলকিত হওয়াতে আমার নেত্রজল উপস্থিত হইলে আমি আরো জিজ্ঞাসিলাম, হে প্রভো, অামার মত মহাপাতকী কি তোমাকর্তৃক গ্রাহ্য হইয়া পরিত্রাণ পাইতে পারে ? তাহাতে অামি শুনিলাম, যেন তিনি কহিলেন, “ যে কেহ আমার নিকটে অাসিবে, তাছাকে আমি কোন ক্রমে मूत्र করিব না । অপর অামি কহিলাম, তোমার নিকটে আগমনের নিমিত্তে তোমাকে কি প্রকার ভাবিলে আমার প্রকৃত বিশ্বাস জন্মিতে পারে ? তাহাতে তিনি কছিলেন, ইহাই নিশ্চিত ভাব, “ পাপিদের পরিত্রাণ করিতে • গ্ৰীষ্ট জগতে আসিয়াছেন। প্রত্যেক বিশ্বাসি ব্যক্তির পুণ্যলাভার্থে তিনি ব্যবস্থার পরিণাম হইয়াছেন । তিনি আমাদের অপরাধের নিমিত্তে সমৰ্পিত হইলেন, এবং আমাদের পুণ্যপ্রাপ্তির নিমিত্তে উথাপিত হইলেন । তিনি আমাদিগকে প্রেম করিয়া নিজ রক্তে আমাদের পাপহইতে ধৌত করিয়াছেন । তিনি ঈশ্বরের ও অামাদিগের মধ্যস্থ। অামাদের নিমিত্তে প্রার্থনা কৱণার্থে তিনি সতত জীবৎ থাকেন।” এই সকল কথার অভিপ্রায়েতে আমি এই ২ জ্ঞাত হইলাম, তাহাহইতে পুণ্য, এবং তাঁহারই রক্তদ্বারা পাপের প্রায়শ্চিত্ত পাইবার অপেক্ষাতে থাকা অামার উচিত ; কেননা পিতার ব্যবস্থা পালন করাতে ও তন্মধ্যে নিরূপিত দণ্ড সহ্য করাতে তিনি যাহা ২ করিয়াছিলেন, তাহা আপনার নিমিত্তে করেন নাই, কিন্তু যে ব্যক্তি আহাদ পুৰ্ব্বক পরিত্রাণের উপায় রূপে তাহা গ্রাহ্য করিবে তাহার নিমিত্তে ; অতএৰ * যীশুর নামেতে ও পথেতে এবং তাহার লোকদিগেতে আমার প্রেম প্রযুক্ত হৃদয় আহাদেতে এবং চক্ষু জলেতে পরিপূর্ণ হইল। । অপর শ্ৰীষ্টীয়ান কহিল, ভাল, ইহাতে খ্ৰীষ্ট তো Т 8